বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের পৃথক কয়েকটি অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক ৮ আসামি গ্রেফতার হয়েছে।আজ (২ সেপ্টেম্বর) শুক্রবার কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক একাধিক অভিযানে কুলাউড়া থানাধীন ১২নং পৃথিমপাশা ইউনিয়নের রবিবার বাজার হইতে অর্থজারী মামলা নং-৩১/১৮ এর পলাতক আসামী মো: মুমিন আলীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও কুলাউড়া থানা পুলিশের অপর কয়েকটি পৃথক অভিযানে ওযারেন্টভূক্ত পলাতক আসামি রাজু রবিদাস, সালেক মিয়া, সুফিয়ান মিয়া, সোহেল মিয়া, শবান উদ্দিন, মো: মালিক হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত ৮ আসামির বিরুদ্ধে আইনী পক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক আরো জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারের কুলাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।