বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
“আন্ত:প্রজন্ম সংহতি, সকলের জন্য বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিকালে অধিদপ্তরের টিলাগড়স্থ হল আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার সাদাত।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সমলচনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনক এ.জেড রওশন জেবীন রুবা, সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কণা। বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমদ, সিলেট আলোচিত যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমীন কবির প্রমুখ। এছাড়াও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এডিসি আনোয়ার সাদাত বলেন, যে কোনো দেশের যুব সমাজ সেই দেশের সবচেয়ে বড় শক্তি। এই যুব সমাজ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘন, এমনকি বর্তমান মহামারির মতো বিভিন্ন ঘটনায় পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করেছে। বিশ্বব্যাপী সামগ্রিক পরিবর্তন আনতে যুব সমাজের এই অবদানের জন্য প্রতি বছর (১২ আগস্ট) শুক্রবার আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। পাশাপাশি বেকার না থেকে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হওয়ার আহবান জানান।প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত যুবাদের সনদপত্র তুলে দেন।পরে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের আঙ্গিনায় বৃক্ষের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি