বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে দেশীয় চোলাইমদসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।গতকাল (৩০ জুলাই) শনিবার কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে কুলাউড়ার বরমচাল ইউনিয়নের বরমচাল চা বাগান থেকে দেশীয় চোলাইমদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। আটককৃত মাদক কারবারির নাম নানক দাস। সে বরমচাল চা বাগানের মহরিয়া দাসের ছেলে।
আটককৃতের কাছ থেকে ২২রিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, দেশীয় চোলাইমদসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।