শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে।গতকাল (১৮ জুলাই) সোমবার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পৌর এলাকার দক্ষিণ বাজারস্থ নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে মাদক কারবারি মো: গফুর আলী (২৭) মো: রুজেল মিয়া (২০),কে গ্রেপ্তার করেন। এসময় গ্রেফতার কৃতদের কাছ থেকে ৯০পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।