শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভূক্ত ও বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার হয়েছে।
রোববার (১৭ জুলাই) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার নির্দেশনায় শ্রীমঙ্গল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত পৃথক অভিযানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভূক্ত ও বিভিন্ন মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকতরা হলেন, মুহিত মিয়া, মহরম আলী, রিতেকা বাল্মিক দাস, সিরাজুল ইসলাম, শিপন মিয়া, সামাদ মিয়া, মো. শান্ত মিয়া ও মো. আরিফ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ও বিভিন্ন মামলার ৮ আসামীকে রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে