বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
ঝালকাঠির নলছিটিতে প্রাচীন মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে মালামাল লুট করার প্রতিবাদ এবং হামলা কারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ২৯ জুন বেলা ১২ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে উপস্থিত হয়ে এমন অভিযোগ করেন রেক্সোনা রানি দাস।
রেক্সোনা রানি দাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রী মনিন্দ্র চন্দ্র রায়ের স্ত্রী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১ জুন বুধবার সকাল ১০ টায় স্থানীয় মৃত বেজেন্দ্র দাসের ছেলে স্বপন দাস,রতন দাস,তপন দাস,মৃত জামিনি দাসের ছেলে বিজয় কৃষ্ণ দাস,শ্যামল দাসের ছেলে সজল দাস,মৃত বিমল পোদ্দারের ছেলে বিনয় পোদ্দার অস্ত্র সস্ত্র নিয়ে আমাদের দুইশত বছর আগের পুরনো প্রাচীন মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে এবং মন্দিরে থাকা সকল মালামাল লুট করে নিয়ে যায়।তাদের মূল উদ্দেশ্য মন্দিরের সম্পত্তি আত্মসাৎ করা।
এ ঘটনায় মোকাম ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হামলা কারিদের বিরুদ্ধে মামলা দায়ের করি যার সি.আর মোং নং-১৫৩/২০২২। আমি আপনাদের লিখুনির মাধ্যমে হামরা কারীদের বিচার চাই এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।