বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলা বাবরসহ ৫ জন খালাস সিডিএর ২০ হাজার কোটির ১৩ মেগা প্রকল্পে দুর্নীতির খোঁজে গণপূর্ত সিএমপি চান্দগাঁও থানায় পুলিশের সরকারী কর্তব্য চকরিয়ায় গণডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির “সমাবর্তন-২০২৫” উপলক্ষ্যে সংবাদ সম্মেলন নওগাঁ মহাদেবপুর খাজুর গ্রামের ডাকাতি কারার একপর্যায়ে গৃহবধূ কে তুলেনিয়ে গণধর্ষণ ৭ জন গ্রেফতার নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নগরীতে তল্লাশির সময় পরিচয় জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলা, আটক দুই চাঞ্চল্যকর খুলনার কাউন্সিলর হত্যা: হোটেলে সঙ্গে থাকা নারীসহ আটক তিন চট্টগ্রাম- মেট্রোপলিটন-সিএমপিতে আসছেন চার নতুন ডিসি-এডিসি

ডিজিটাল জনশুমারীতে খুশি ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ

করোনা মহামারী ও বিভিন্ন কারনে কয়েক দফায় পেছানোর পর সপ্তাহব্যাপী শুরু হয়েছে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’। সপ্তাহব্যাপী এ শুমারি চলবে ১৫ -২১ জুন পর্যন্ত। এটি দেশের ষষ্ঠ জনশুমারি। দেশের মোট জনসংখ্যা কত, তা জানতেই মূলত রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল, বাসস্ট্যান্ডসহ ভাসমান মানুষ গণনাসহ তাদের সম্পর্কে মৌলিক জনমিতিক, আর্থ-সামাজিক ও বাসগৃহসংক্রান্ত তথ্য সংগ্রহের মধ্যদিয়ে শুরু হয়েছে জনশুমারি৷

তবে এবারের শুমারীতে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল ডিভাইস৷ ৩৫ টি তথ্য দেওয়ার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করা যাচ্ছে। শুমারীতে ডিজিটাল ডিভাইস ট্যাবলেট ব্যবহার করে কম্পিউটার অ্যাসিসটেড পারসোনাল ইন্টারভিউং (সিএপিআই) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সহজে ও সুনির্দিষ্টভাবে শুমারির গণনা ও একাধিকবার গণনা না হওয়ার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম(জিআইএস) ও গুগলে সমন্বয় করে ডিজিটাল ম্যাপ প্রস্তুত করা হয়েছে৷

ডিজিটাল এ শুমারী বাস্তবায়নে সারাদেশে একযোগে তথ্য সংগ্রহের জন্য তিন লাখ পঁচানব্বই হাজার ট্যাবলেট ব্যবহার হচ্ছে। এ ছাড়াও মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে গাজীপুর কালিয়াকৈরে স্থাপিত বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড এর টায়ার আইভি সিকিউরিটি সমৃদ্ধ ডেটা সেন্টা ব্যবহার করা হচ্ছে৷ মাঠপর্যায় থেকে বিডিসিসিএল হয়ে বিবিএস সার্ভারে আসার পূর্ব পর্যন্ত সংগৃহীত সকল তথ্যের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হচ্ছে৷

প্রথমবারের মত ডিজিটাল জনশুমারীতে আনন্দের হাসি ফুটেছে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের। স্বল্প সময়ের মধ্যে পরিবারের সকল তথ্য দিতে পেরে ভোগান্তি বিহীন জনশুমারীকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
অপরদিকে স্বল্প সময়ে অনেক পরিবারের তথ্য সংগ্রহ করতে পেরে কাজে মনযোগ বেড়েছে শুমারী কর্মীদের।

তথ্য প্রদান করার পর ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়ার বাসিন্দা আব্বাস আলী বলেন, প্রথমবারের মত ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জনশুমারী হচ্ছে৷ এত অল্প সময়ে সকল তথ্যগুলো দিতে পারব ভাবতে পারিনি৷ পরিবারের সকলের তথ্য গুলো কিছু সময়ের মধ্যে সংগ্রহ করে নিলেন তারা৷ কোন ধরনের ঝামেলা ছাড়াই৷

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মোতালেব বলেন, এর আগে কয়েকবার জনশুমারীতে তথ্য দিয়েছি। তথ্য গুলোতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যেত৷ আর নানান ধরনরে কাগজ লাগতো। আজকে মাত্র কয়েক মিনিট সকল ধরনের তথ্য দিয়ে দিলাম। কোন প্রকার ভোগান্তি ছাড়াই। এমন একটি উদ্যোগ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়৷

তথ্য সংগ্রহকারী শুমারীকর্মী মীর রুহুল আমিন বলেন, ডিজিটাল পদ্ধতিতে আমরা তথ্য সংগ্রহ করছি৷ কোন প্রকার ভোগান্তি ও ঝামেলা ছাড়াই স্বল্প সময়ের মধ্যে আমরা সকল তথ্য অন্তভূক্ত করতে পারছি। এতে সাধারণ মানুষেদের কোন সমস্যা হচ্ছেনা আমরাও কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়নি৷

আরেক শুমারীকর্মী সাদিয়া আক্তার বলেন, জনশুমারী করার আগে আমরা প্রশিক্ষণ নিয়েছি৷ কিভাবে আমরা ডিজিটাল ডিভাইসে তথ্যযুক্ত করব তা শেখানো হয়েছে। এবারে খুব সহজে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমরা স্বল্প সময়ে তথ্য যোগ করতে পারছি।

ঠাকুরগাঁও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মোঃ রব্বানী বলেন, চলমান জনশুমারীতে ঠাকুরগাঁও জেলায় আমাদের ৩৪৭৮ টি ডিভাইস ব্যবহার করা হচ্ছে। পুরো জেলা জুড়ে আমাদের ৩৪৭৮ জন শুমারীকর্মী, ৬০৪ জন সুপারভাইজার ও ৩৫ জন জোনাল অফিসার কাজ করছেন৷ এবারেই প্রথম ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জনশুমারী হচ্ছে। কোন ঝামেলা ছাড়াই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে করে শুমারীকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com