শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
চট্টগ্রামের বাকলিয়ায় ধর্ষণের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে এক গার্মেন্টস কর্মীর আত্মরক্ষার ঘটনায় অভিযুক্ত বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পাঁচ দিন পর ওই তরুণীর জ্ঞান ফিরলে পুলিশ কথা বলে ঘটনাটি জানতে পারে।
বুধবার (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী ও নগরীর সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জসিম উদ্দিন জানান, গত ১৯ মে রাতে নগরীর রাহাত্তারপুল এলাকায় ধর্ষণ হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দেন ভুক্তভোগী তরুণী।
সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা তরুণীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পাঁচদিন পর বুধবার (২৫ মে) জ্ঞান ফিরলে ঐ তরুণী পুলিশকে জানায়, কর্মস্থল থেকে ফেরার পথে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছিল বাসের চালক ও সহকারী।
পরে সিসিটিভি ফুটেজ দেখে ও ভুক্তভোগীর কাছ থেকে তথ্য নিয়ে অভিযানে নামে পুলিশ। রাতে হাটহাজারী উপজেলা ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালক আনোয়ার হোসেন টিপু ও সহকারী জনি দাশকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক জানান, হাটহাজারী উপজেলা ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালক আনোয়ার হোসেন টিপু ও তার সহকারী জনি দাশকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী তরুণী এখনো পুরোপুরি সুস্থ হননি। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।