বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
তথাকথিত আধুনিক সভ্যতা যত বেশি বিস্তৃত হচ্ছে, নারী-উত্ত্যক্তকরণের ঘটনা তত বেড়েই চলছে। কোনোভাবেই একে থামানো যাচ্ছে না। এ থেকে উত্তরণের উপায়টা কী? আসল সমস্যাটা কোথায়? কিছু লোক বলছেন, মূল সমস্যাটা নারীর পোশাকে। নারীর পোশাক যদি শালীন হয়ে যায়, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। আবার কিছু লোক বলছেন, মূল সমস্যা পুরুষের মনে। পুরুষের মন যদি ঠিক হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে মেয়েদের পোশাক ঠিক না করলেও বা অশালীন হলেও সমস্যা হবে না। আসল সত্য কোনটা?
কুরআন কারীম আমাদেরকে দেড় হাজার বছর আগে এই সমস্যার বাস্তব-ভিক্তিক সমাধান দিয়ে গেছে। কুরআন বলছে, উত্তরণের একমাত্র উপায় হলো, একই সঙ্গে নারীকে তার পোশাক-আশাক ও চলন-বলনে শালীন হতে হবে, খোলামেলা হওয়া যাবে না; আবার পুরুষকেও তার মন নিয়ন্ত্রণ করতে হবে। কুরআন কারীমের সূরা নূরের ৩০ এবং ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই চিরন্তন সত্য এবং চরম বাস্তব বিষয়টি আলোকপাত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা শুরুতেই পুরুষকে দৃষ্টিকে সংযত রাখার নির্দেশ করেছেন। আল্লাহ বলেছেন,
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ
‘আপনি মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করে।’ (সূরা নূর: আয়াত ৩০)
এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু তায়ালা নারীকেও বলেছেন,
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ
‘নারীরা যেন তাদের সৌন্দর্য (পরপুরুষের কাছে) প্রকাশ না করে।’ (সূরা নূর: আয়াত ৩১)
খোলামেলা পোশাক পরে নিজের সৌন্দর্য প্রকাশ করলে কী সমস্যা হবে? আর খোলামেলা পোশাক পরে সৌন্দর্য প্রকাশ না করলে তথা পর্দা করলে কী লাভ হবে? আল্লাহ সে ব্যাপারে অন্য আয়াতে বলেছেন,
فَلَا يُؤْذَيْنَ
‘(পর্দাসহ চললে) তাদেরকে উত্তক্ত করা হবে না।’ (সূরা আহযাব: আয়াত ৫৯)
কারণ জানবে না যে, মেয়েটা দেখতে কেমন। তাছাড়া না দেখার কারণে আকর্ষণ বোধ করবে না। ফলে উত্ত্যক্ত করতে প্ররোচিত হবে না।
কুরআন কারীমের এই দু’টি আয়াত আমাদেরকে একই সঙ্গে উভয় পন্থা অবলম্বন করার নির্দেশ করেছে। পুরুষকে তার দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে বলেছে আর নারীকে তার পোশাক-আশাকে শালীন থাকতে বলেছে। যখন এই পন্থা একসঙ্গে বাস্তবায়িত হবে, তখন সমাজ থেকে নারী-নিগ্রহ, নারী-নির্যাতন, যৌন হয়রানি দিন দিন কমতে থাকবে ইন-শা-আল্লাহ ।