বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর উদ্যোগে অসহায় পথশিশুদের ঈদের নতুন পোশাক প্রদান ও মেহেদী উৎসব করা হয়েছে।
স্বেচ্ছাসেবী তরুণ ছাত্র ছাত্রীদের হাত খরচের জমানো টাকায় ৩০ এপ্রিল এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন দশমিক ফাউন্ডেশনের উপদেষ্টা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো.রাশেদ খান মেনন (রাসেল), সরকারি সা’দত কলেজের সহযোগী অধ্যাপক ড. সাইফুল মালেক আনসারী, দেহগড়ি শরীরচর্চা ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, লেখক ও সাহিত্যিক বঙ্গশ্রী কবি এনায়েত করিম, কবি শাহীন মামুন প্রমুখ।
দশমিক ফাউন্ডেশন এর সভাপতি মিনারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা, সাংগাঠনিক সম্পাদক রোহিত সাহা প্রাপ্ত, কোষাধ্যক্ষ নিলয় সাহা, চিকিৎসা বিষয়ক সম্পাদক ত্রিজান চৌহান, জয় সাহা, তিথি, মলি, লিমা, ইয়াসীন, উম্মে হাবিবা, রোমান, হ্যাপি, রিনা, ওলি, ফৌজিয়া’সহ আরো অনেকে।
আয়োজকরা বলেন, অনেক পরিবার আছে যারা ঈদ আনন্দ উপভোগ করতে পারেনা। আমাদের সমাজে অনেক ধনী ও উচ্চবিত্তশীল পরিবার আছে, যারা বিলাসিতায় লাখ লাখ টাকা নষ্ট করে। অথচ সমাজের নিম্নশ্রেণীর মানুষের দিকে তাকিয়েও দেখে না। এই মানুষগুলো সামান্য সহযোগিতা পেলে তাদের কাছে প্রতিদিনই ঈদ মনে হয়। আমরা যদি চেষ্টা করি তবে তাদের মুখে হাসি ফোটাতে পারি। এই ছোট ছোট বাচ্চাদের জামাকাপড় দেয়ায় তারা খুব খুশি হয়েছে। দশমিক সংগঠনটি চেষ্টা করছে কিছু জামাকাপড় দিয়ে
তাদেরকে ঈদ আনন্দ দেয়ার। একই সাথে ছিন্নমূল শিশুদের নিয়ে মেহেদী উৎসব করেছে সংগঠনটি। মেহেদী দিতে কার না ভালো লাগে। মেহেদী রঙে নিজেদের রাঙাতে সবারই ভালো লাগে। তাইতো নতুন পোশাকের পাশাপাশি এই মেহেদি উৎসবের আয়োজন। মেহেদী পড়তে আসা খাদিজা ও স্বর্ণা জানায়, আগে কোনো ঈদে তারা মেহেদী পড়েনি। ঈদের নতুন কাপড়ের সাথে হাতে মেহেদী দিতে পেরে অনেক খুশি। মেয়ে শিশুদের পাশাপাশি ছেলে শিশুরাও খুশিমনে মেহেদীর রঙে রাঙ্গিয়েছে তাদের হাত। মেহেদি লাগানোর পর তাদের খুশি কে দেখে।
ধনী গরীব সকল ভেদাভেদ ভুলে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ছোট ছোট ছেলে মেয়েরা মেহেদীতে হাত রাঙ্গানোর ব্যস্থতা ছিল দেখার মতো। মেহেদী উৎসব ও ঈদের জামাকাপড় এই আয়োজনে দশমিক ফাউন্ডেশনের প্রতিটি সদস্য আত্মতৃপ্তি নিয়ে কাজ করেছে।