বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
প্রকাশক ও সম্পাদক : মোঃ বিল্লাল হোসেন।  আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট রাসেল । যোগাযোগ : ০৩১-৭২৮০৮৫, ০১৮১১৫৮৮০৮০ মেইল: bdprotidinkhabor@gmail.com জহুর উল্লাহ বিল্ডিং (৩য় তলা), পানওয়ালা পাড়া, চৌমুহনী, উত্তর আগ্রাবাদ ১২৭৭, চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নেই-ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বিজিবির শততম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন পদুয়ায় বাজারে সাত টি দোকানে ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড চিকিৎসাধীন অবস্থায় আহত সিএনজি চালক মোঃ কামাল হোসেন, মৃত্যুবরণ করেন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগেই ‘হোঁচট’ খেয়েছেন চট্টগ্রামের পাঁচটি আসনে হেভিওয়েট আট প্রার্থী যশোরে বিএনপির ডাকা অবরোধে গাড়ি চলাচল স্বাভাবিক ভোটারের ভুয়া স্বাক্ষরসহ গুরুতর সব ‘গরমিল’ ২ স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বাতিল হয়েছে মৃত্যু কুফে পরিনিত চট্রগ্রাম কক্সবাজার হাইওয়ে স্বামীরা ক্ষমতাধর,অর্ধাঙ্গিনীরা সম্পদশালী কেউ কেউ সম্পদে স্বামীকেও ছাড়িয়ে গেছেন সংসদীয় আসন নং-২৯২, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে দুই স্বতন্ত্র প্রার্থী মোতালেব এবং ডা. মিনহাজের মনোনয়নপত্র বাতিল

টাঙ্গাইলে পথশিশুদের ঈদের পোশাক প্রদান ও মেহেদী উৎসব।

টাঙ্গাইলে পথশিশুদের ঈদের পোশাক প্রদান ও মেহেদী উৎসব। টাঙ্গাইলে পথশিশুদের ঈদের পোশাক প্রদান ও মেহেদী উৎসব।

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর উদ্যোগে অসহায় পথশিশুদের ঈদের নতুন পোশাক প্রদান ও মেহেদী উৎসব করা হয়েছে।

স্বেচ্ছাসেবী তরুণ ছাত্র ছাত্রীদের হাত খরচের জমানো টাকায় ৩০ এপ্রিল এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন দশমিক ফাউন্ডেশনের উপদেষ্টা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো.রাশেদ খান মেনন (রাসেল), সরকারি সা’দত কলেজের সহযোগী অধ্যাপক ড. সাইফুল মালেক আনসারী, দেহগড়ি শরীরচর্চা ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, লেখক ও সাহিত্যিক বঙ্গশ্রী কবি এনায়েত করিম, কবি শাহীন মামুন প্রমুখ।

দশমিক ফাউন্ডেশন এর সভাপতি মিনারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা, সাংগাঠনিক সম্পাদক রোহিত সাহা প্রাপ্ত, কোষাধ্যক্ষ নিলয় সাহা, চিকিৎসা বিষয়ক সম্পাদক ত্রিজান চৌহান, জয় সাহা, তিথি, মলি, লিমা, ইয়াসীন, উম্মে হাবিবা, রোমান, হ্যাপি, রিনা, ওলি, ফৌজিয়া’সহ আরো অনেকে।

আয়োজকরা বলেন, অনেক পরিবার আছে যারা ঈদ আনন্দ উপভোগ করতে পারেনা। আমাদের সমাজে অনেক ধনী ও উচ্চবিত্তশীল পরিবার আছে, যারা বিলাসিতায় লাখ লাখ টাকা নষ্ট করে। অথচ সমাজের নিম্নশ্রেণীর মানুষের দিকে তাকিয়েও দেখে না। এই মানুষগুলো সামান্য সহযোগিতা পেলে তাদের কাছে প্রতিদিনই ঈদ মনে হয়। আমরা যদি চেষ্টা করি তবে তাদের মুখে হাসি ফোটাতে পারি। এই ছোট ছোট বাচ্চাদের জামাকাপড় দেয়ায় তারা খুব খুশি হয়েছে। দশমিক সংগঠনটি চেষ্টা করছে কিছু জামাকাপড় দিয়ে

তাদেরকে ঈদ আনন্দ দেয়ার। একই সাথে ছিন্নমূল শিশুদের নিয়ে মেহেদী উৎসব করেছে সংগঠনটি। মেহেদী দিতে কার না ভালো লাগে। মেহেদী রঙে নিজেদের রাঙাতে সবারই ভালো লাগে। তাইতো নতুন পোশাকের পাশাপাশি এই মেহেদি উৎসবের আয়োজন। মেহেদী পড়তে আসা খাদিজা ও স্বর্ণা জানায়, আগে কোনো ঈদে তারা মেহেদী পড়েনি। ঈদের নতুন কাপড়ের সাথে হাতে মেহেদী দিতে পেরে অনেক খুশি। মেয়ে শিশুদের পাশাপাশি ছেলে শিশুরাও খুশিমনে মেহেদীর রঙে রাঙ্গিয়েছে তাদের হাত। মেহেদি লাগানোর পর তাদের খুশি কে দেখে।

ধনী গরীব সকল ভেদাভেদ ভুলে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ছোট ছোট ছেলে মেয়েরা মেহেদীতে হাত রাঙ্গানোর ব্যস্থতা ছিল দেখার মতো। মেহেদী উৎসব ও ঈদের জামাকাপড় এই আয়োজনে দশমিক ফাউন্ডেশনের প্রতিটি সদস্য আত্মতৃপ্তি নিয়ে কাজ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com