দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছে ফুলবাড়ীর আমিন অটো রাইস মিল এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন।
শুক্রবার বিকেল তিনটায় পার্বতীপুর উপজেলার মৌলভিডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, আমিন অটো রাইস মিল এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যাসায়ী শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুল ইসলাম সোহাগ, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু প্রমুখ।
ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার সয়াবিন তেল সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ, গত মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনাজপুরের পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে এক কিশোরী নিহত হয় এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। ওইদিন মধ্যরাতে উপজেলার মধ্যপাড়া, হরিরামপুর ও মৌলভী ডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তা-বে ঘরবাড়ী, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।