শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে দুই ব্যক্তিকে বালুভর্তি দুটি ট্রাকসহ আট করা হয়। পরে ওই দুই ব্যক্তিকে থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় দেওয়া হয়।
রোববার বিকেলে কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশে অভিযানে নামে কমলকঞ্জ উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার উপজেলার দক্ষিণ তিলকপুর এলাকায় দলাই নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানের সময় অবৈধভাবে নদী থেকে বালু তোরার অপরাধে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে একজনকে ৫০হাজার টাকা ও অন্য জনকে ৭৫ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ২৫ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।