বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থ সেবা ও রক্তমায়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। যশোরের রাজারহাট সংলগ্ন জামিয়া ইসলামিয়া মাদ্রাসাসহ রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পথচারী, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষসহ ভ্যান চালক দের মাঝে ইফতারি বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থ সেবা ও রক্তমায়া ফাউন্ডেশন। মুমূর্ষু রোগীকে রক্ত দানের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক কাজে নিয়োজিত থাকে সংগঠনের সদস্যরা। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি মোঃ নয়ন হোসেন, সহ-সভাপতি মোঃ সজিব হোসেন,সাংগঠনিক সম্পাদক-মোঃ সোহেল হোসেন, রক্ত সম্পাদক-নুর ইসলাম, কার্যকারী সদস্য আসিফ, আজিম,আলিম, রাইসুল, সিজান, নাফিজ, শাকিব সহ আরও অনেকই। এই সময়ে মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ শিহাব উদ্দিন এবং সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সদস্য বৃন্দ।