রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
গাজীপুরের কালীগঞ্জে আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির ইফতার মাহফিল ২২শে এপ্রিল ২০ শে রমজান শুক্রবার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
ছাত্র সমিতির ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ শহীদুজ্জামান সরকার, সাবেক পরিচালক দুর্নীতি দমন কমিশন ও পাইলট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী জাকের আহমেদ(এফ.সি.এ)
ছাত্র সমিতির ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, এডভোকেট আশরাফী মেহেদী হাসান, মোঃ শফিকুল কাদের নান্নু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, আলহাজ্ব মোহাম্মদ আলী কালু, সভাপতি পৌর আওয়ামী শ্রমিক লীগ, আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক কালিগঞ্জ ক্রীড়া সংঘ, মাহবুবুর রহমান সুরুজ, বিশিষ্ট সমাজ সেবক,আলী আল রাফু অনিক, সভাপতি কালীগঞ্জ ক্লাব, বিল্লাল হোসেন রুবেল,সাধারণ সম্পাদক কালিগঞ্জ ক্লাব, কিবরিয়া রাব্বি, পরিচালক ছায়া প্রদীপ রক্তদান সংগঠন,আলী আল রাফু অমিত, সভাপতি পৌর ছাত্রলীগ প্রমুখ।
কালীগঞ্জে আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির ইফতার মাহফিলে আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৩৩ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা করা হয়।
দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করা হয় সর্বশেষে ইফতার এর মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত করা হয়।