বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
প্রকাশক ও সম্পাদক : মোঃ বিল্লাল হোসেন।  আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট রাসেল । ব্যবস্থাপনা সম্পাদক: কাজী মোস্তফা রুমি । যোগাযোগ : ০৩১-৭২৮০৮৫, ০১৮১১৫৮৮০৮০ মেইল: bdprotidinkhabor@gmail.com জহুর উল্লাহ বিল্ডিং (৩য় তলা), পানওয়ালা পাড়া, চৌমুহনী, উত্তর আগ্রাবাদ ১২৭৭, চট্টগ্রাম।

শ্রীমঙ্গলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নাটাবের মতবিনিময়

শ্রীমঙ্গলের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নাটাবের মতবিনিময় ‘যক্ষা রোগ প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক’ এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ (১৮ এপ্রিল) সোমবার সকালে শ্রীমঙ্গলের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বিএমএ শ্রীমঙ্গলের সভাপতি ডাঃ হরিপদ রায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী।

উল্লেখ্য, ২৪ মার্চ ছিল ‘বিশ্ব যক্ষ্মা দিবস’। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’। যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগটি নির্মূলে সারাবিশ্বে দিবসটি যথাযথ গুরুত্বসহকারে পালিত হয়ে আসছে।

নাটাব শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক জহর তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকরা যক্ষা রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে ব্যাপক ধারণা লাভ করেন। এছাড়াও তারা প্রশ্ন-উত্তর পর্বেও অংশগ্রহণ করেন।

নাটাব শ্রীমঙ্গল শাখার কোষাধ্যক্ষ মোঃ কাওছার ইকবালের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন হীড প্রতিনিধি রথীন্দ্র কুমার সিংহ ও নাটাব কেন্দ্রীয় প্রতিনিধি সুমন চৌধুরী প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com