বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজধানীতে ছাত্রীকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করে সংস্কার প্রস্তাবগুলোয় মতামত দিন : মির্জা ফখরুল নারায়ণগঞ্জ এলএ শাখার সার্ভেয়ার মামুন এর খুঁটির জোর কোথায় কক্সবাজার জেলা কারাগারে ‘ডান্ডাবেড়ি বাণিজ্য’ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের মাইকিং আইন লঙ্ঘন করলে সাঁড়াশি অভিযান চকরিয়ায় হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, কনস্টেবল নিহত সংস্কার ও বিচারে এক থাকুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেবো পটিয়ায় জেলেপল্লীতে আগুন, ২২ পরিবার নিঃস্ব ট্টগ্রামের সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল চট্টগ্রামে সশস্ত্র বাহিনীর দুই স্থাপনার নাম বদলে গেল, পরিবর্তনের অপেক্ষায় আরও পাঁচ

রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজিটাল ডোনেশন প্ল্যাটফর্মের যাত্রা শুরু

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করতে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো ডিজিটাল ডোনেশন প্ল্যাটফর্ম।

আজ (২৪ মার্চ) বৃহস্পতিবার দুপুরে জাতীয় সদরদপ্তরে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। এসময় বিশেষ অতিথি দহিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান নুর-উর-রহমান ও ট্রেজারার এম এ ছালাম।

দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ সব মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রথমবারের মতো মানবিক এ কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করলো রেড ক্রিসেন্ট।

প্ল্যাটফর্মের উদ্বোধনকালে সোসাইটির চেয়ারম্যান বলেন, করোনা মহামারির সময় দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান মানবিক ও আর্থিক সহায়তা দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে দাঁড়িয়েছে। তাদের এসব অনুদান করোনাকালীন অসহায় ও দরিদ্র মানুষের খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে যারা নিয়মিত সহায়তা করতে চান, তাদের জন্যই সোসাইটির এ উদ্যোগ। ডিজিটাল এ প্ল্যাটফর্মের মাধ্যমে সোসাইটি যে অনুদান সংগ্রহ করবে, তা ব্যয় হবে সেসব ঝুঁকি কবলিত মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে।এছাড়া তিনি পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ভেতরের এবং বাইরের যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্টের আর্তমানবতার সেবায় অবদান রাখার সুযোগ পাবেন। ডিজিটাল ডোনেশেন প্ল্যাটফর্মে বিকাশ ছাড়াও বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে যেকোনো পরিমাণ অর্থ সহায়তা দেওয়া যাবে। এছাড়া সোনালী ব্যাংকের মগবাজার শাখায় সোসাইটির তহবিল সংগ্রহকারী অ্যাকাউন্টে সরাসরি চেক অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেও দেওয়া যাবে আর্থিক অনুদান।

সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্য, আইএফআরসি ও পার্টনার সোসাইটির প্রতিনিধি এবং সোসাইটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। অনলাইন এ প্ল্যাটফর্মের কারিগরি সহায়তা দিতে সোসাইটির সঙ্গে কাজ করছে এসএসএল কমার্স এবং ওয়েব টেকনোসফট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com