বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
উপ-কর কমিশনার থেকে যুগ্ম কর কমিশনার পদে পদোন্নতি পেলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৬ কর্মকর্তা।গতকাল (২০ মার্চ) রবিবার এনবিআর কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৫ যুগ্ম কর কমিশনার পদে পদোন্নতি দেওয়া হলো।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন-উপ কর কমিশনার ইরিন ইসলাম জুলি, মোনালিসা শাহরীন সুস্মিতা, নাফিসা নূর তালুকদার, মো. আনোয়ার সাদাত, শান্ত কুমার সিংহ, মো. হামিদুল হক, রিগ্যান চন্দ্র দে, উৎপল কুমার দাশ, ফারজানা নাজনীন, সুলতানা হাবীব, মো. মেসবাহ উদ্দিন খান, সমন দাস, চাঁদ সুলতানা চৌধুরানী, এ কে এম শামসুজ্জামান, মো. কামরুল হাসান ও শেখ মো. কামরুজ্জামান।
মো. মেসবাহ উদ্দিন খান বর্তমানে শিক্ষা ছুটিতে প্রেষণে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এ কর্মকর্তা শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়ার পর প্রচলিত বিধি অনুযায়ী তার পদোন্নতি কার্যকর হবে।