বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ ও সান্তাহার জনংশন এলাকায় রাত্রিকালীন সড়কের ছিনতাই অপরাধ প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জেলা শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার-এ দ্বীপের আর্তনাদ শুনতে কি পাও মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিভাগীয় কমিশনার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় মাদক ছড়িয়েছে পাড়া-মহল্লায়, নিয়ন্ত্রণহীন কিশোর গ্যাং,

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
শ্রমিক অধ্যুষিত এবং ঘনবসতিপূর্ণ জেলা নেত্রকোনায় ভয়াবহ রূপ নিচ্ছে মাদকের বিস্তার। ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল-সব ধরনের মাদক শহর ও আশপাশের গ্রাম এলাকায় সহজলভ্য হয়ে উঠেছে। শহরের একাধিক চিহ্নিত জায়গা এখন মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। মাদকের ছড়াছড়ির পাশাপাশি ‘কিশোর গ্যাং’-এর অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাত্রাও গত কয়েকমাসে দ্বিগুন বেড়েছে বলে জানিয়েছেন গ্রামাঞ্চলের লোকজন।
কিশোর ও তরুণ বয়সী যুবকরা সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে একে-অপরের সঙ্গে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। গত কয়েকমাসে নেত্রকোনা জেলায় সংঘটিত হত্যাকাণ্ডের বেশ কয়েকটি ঘটনার নেপথ্যের কারণ মাদক ও কিশোর গ্যাং।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের রাজুর বাজার, সুইপার কলনী, ঢাকা বাস টার্মিনাল- এই তিনটি স্থান বহু আগে থেকেই ‘মাদকের আখড়া’ হিসেবে পরিচিত। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে মাদক কেনাবেচা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।আরও জানা যায়, নেত্রকোনা শহরের বেশ কয়েকটি পয়েন্টে সড়কের উপর প্রকাশ্যেই মাদকের বেচাকেনা চলছে।
কেউ এই কর্মকাণ্ডের প্রতিবাদ করলে প্রতিকার তো মেলেই না বরং মাদক বিক্রেতাদের রোষানলেও পড়তে হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মাদকের এই সহজলভ্যতার কারণে সেবনের পাশাপাশি মাদক বিক্রির সঙ্গেও জড়িয়ে পড়ছেন কিশোর ও তরুণ বয়সীরা।
এই মাদক-সম্পৃক্ততা পরে তাদের কিশোর অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয়ভাবে আধিপত্য ধরে রাখতে প্রায়শ’ কিশোর গ্যাং-এর সদস্যরা সশস্ত্র মহড়া দেন, প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ান। তারা চাঁদাবাজি, ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ছেন।
নেত্রকোনা শহরের স্থানীয় লোকজন বলছেন, মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এসব এলাকায় তৈরি হয়েছে কিশোর গ্যাং। এদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। গত কয়েক মাসে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। গ্যাং সদস্যরা সামাজিক অস্থিরতা তৈরির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নেত্রকোনা শহরের নাম প্রকাশ না করা সর্তে বেশ কয়েকজন স্থানীয়দের ভাষ্যমতে, আগে এসব জায়গায় মাদক খোলা ঘরে ছাপড়া বানিয়ে বিক্রি হতো। এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বেড়েছে বলে খোলামেলা বিক্রি কিছুটা কমলেও, ব্যবসা একেবারে থেমে যায়নি। বরং সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসায়ীরা নিজের ঘরে মজুদ রেখে গোপনে চালিয়ে যাচ্ছে এই অবৈধ বাণিজ্য। নেত্রকোনা শহরে এখনো ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও গাঁজা সহজেই পাওয়া যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু মাদক উদ্ধার ও কয়েকজনকে গ্রেপ্তার করলেও, চক্র ভেঙে পড়েনি বলে জানিয়েছেন স্থানীয় একাধিক সূত্র। বরং মাদক ব্যবসায়ীরা বরাবরই রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছেন।
নেত্রকোনা শহরের স্থানীয় লোকজন বলছেন, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিরতায় মাদকের বিস্তার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে পুরনো মাদক ব্যবসায়ী চক্রগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে।এদিকে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম একাধিক সময়ে বলেছেন, মাদকের ব্যাপারে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ ভূমিকায়।
মাদকের বিভিন্ন চিহ্নিত স্পটে ইতোমধ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারও করা হয়েছে। মাদক নির্মূলে প্রতিনিয়ত কাজ করছে পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়,নেত্রকোনা জেলার কয়েকটি স্থানে ইতোমধ্যে যৌথ বাহিনী ও পুলিশের অভিযান চালানো হয়েছে। এসব জায়গা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
এমনকি মাদকের ‘হটস্পট গুলোতে’ও নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।তবে, নেত্রকোনার সচেতন নাগরিক সমাজের লোকজন বলছেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে রাজনৈতিক প্রশ্রয় বন্ধেরও দাবি জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com