শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
গতকাল (৩ মার্চ) বৃহস্পতিবার সন্দ্বীপ পৌরসভা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। ৩ মার্চ বিকালে পৌরসভা কনফারেন্স কক্ষে আরম্ভ হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভার জননন্দিত মেয়র মোক্তাদের মাওলা সেলিম। উক্ত অনুষ্ঠানে সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মহব্বত বাঙ্গালীর সঞ্চালনায় সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন,সন্দ্বীপ পৌরসভা ৬ নং ওর্য়াড কাউন্সিলর আবু তাহের, পৌরসভার ৭ নং ওর্য়াড কাউন্সিলর সফিকুল মাওলা, মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, মাষ্টার আবু হেলাল চৌধুরী, মোঃ ইউনুছ, মরহুম মুক্তিযোদ্ধা শাহ্ বাঙ্গালির ছেলে দিদার বাঙ্গালী, কাউন্সিলর আলমগীর, কাউন্সিলর পারভেজ,ও ছাত্রলীগ নেতা মেহেদি হাসান প্রমুখ, উক্ত অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন স্মৃতি নিয়ে আগত কর্মীদের সম্মুখে দেশ ও স্বাধীনতার পক্ষে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা করেছেন। সভার সভাপতি মোক্তাদের মাওলা সেলিম বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়াতে গতকাল (৩ মার্চ) বৃহস্পতিবার আমরা বিভিন্ন পদ পদবীর অধিকারী হয়েছি। কিন্তু বঙ্গবন্ধুর জন্ম ও দেশ স্বাধীন না হলে আমরা পশ্চিমাদের গোলামী করতে হতো। আমরা আজীবন শোষিত থেকে যেতাম। তাই বঙ্গবন্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। অন্যান্য বক্তারা বলেন অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এ দেশ স্বাধীন করেছি। যে অমানুষিক নির্যাতন ও নীপিড়ন করেছে পাকিস্থানী শাসকেরা সে ইতিহাস ২০ মিনিট ধরে কেউ শুনলে কখনো স্বাধীনতার বিপক্ষে অবস্থান করতে পারবেনা, এবং মুল স্রােতধারার বাইরে রাজনীতি করতে পারবেনা। আর বঙ্গকন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সন্মানে ভুষিত করেছেন।তাই জননেত্রী শেখ হাসিনার প্রতি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অপরীসিম শ্রদ্ধা রইলো।