রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা: আকবরশাহ থানার অভিযানে ১২ ঘণ্টায় তিন আসামি গ্রেফতার সিএমপি’র সকল থানার ওসি পদে রদবদল চকবাজারের ওসিকে সিটিএসবিতে বদলি চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে অপহৃত নাজিম উদ্দিন উদ্ধার, অপহরণচক্রের দুই সদস্য গ্রেফতার ডামুড্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত শ্রীবরদী ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়ি আটকে হামলা, গুলি করার হুমকি জামায়াত-বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি, জয় নির্ধারণ করবে যে ভোটাররা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযান গ্রেফতার ১ ভালুকায় দেশনেত্রীর সুস্থতা কামনায় সর্বসাধারণের দোয়া

দখল দূষণ যানজটে নাকাল রাজশাহী নগরবাসী

 

 

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:

এক সময় ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে পরিচ্ছন্ন নগরীর স্বীকৃতি অর্জণ করেছিল রাজশাহী মহানগরী। সেই রাজশাহীতে এখন দখল, দূষণ আর যানজটে নাকাল নগরবাসী। তাদের প্রয়োজনীয় সেবা দিতে পারছে না সিটি করপোরেশন (রাসিক)। নগরীকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ব্যর্থ হচ্ছে রাসিক। আন্তর্জাতিকভাবে খ্যাতি পাওয়া পরিচ্ছন্ন শহরের এমন বিবর্ণ চেহারায় ক্ষুব্ধ নগরবাসী।

 

নগরীর ছোট-বড় রাস্তা, গলিপথ ও হাঁটাপথ এখন বেদখল। নালা-নর্দমা ও ড্রেন উপচে ময়লা পানি সড়ক ও বাসায় ঢুকছে। এতে পথচারী ও মহল্লাবাসী ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ। ভুক্তভোগীরা বলছেন, এক বছর আগেও নগরীর সামগ্রিক চেহারা এতটা মলিন ছিল না। মেয়র ও কাউন্সিলর এক বছরের বেশি সময় ধরে নেই। সরকারি কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব থাকলেও তারা মাসে একবারও কাউন্সিলর অফিসে যান না এবং নগরবাসীর সমস্যার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন না।

 

নগরীর ভদ্রা মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত প্রায় এক কিলোমিটার ফুটপাত ভাঙারি ব্যবসায়ী ও দোকানদারের দ্বারা দখল। ভদ্রা মোড়ের টাইলস লাগানো ফুটপাত দখল করে বসানো হয়েছে ফলের দোকান। পূর্বাংশের পুরো ফুটপাত দখল করে বানানো হয়েছে আন্তঃজেলা বাস সার্ভিসের কাউন্টার। সিরোইল, রেশম ভবন ও ঢাকা বাস কাউন্টারের দেয়াল ঘেঁষে শতাধিক দোকান ফুটপাত দখল করেছে।

 

অন্যদিকে, নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজারের এক ইঞ্চি ফুটপাতও দখলের হাত থেকে রক্ষা পায়নি। জিরো পয়েন্ট থেকে সোনাদিঘির মোড় ছাড়াও মালোপাড়া থেকে সোনাদিঘি পর্যন্ত ফুটপাতের ওপর বসছে শত শত দোকান। সাহেববাজারের সড়কের অর্ধেকের বেশি জায়গায় অবৈধ দোকানে গিজগিজ করছে। এ এলাকায় ফুটপাত দিয়ে পথচারীর দুই কদমও হেঁটে চলার উপায় নেই। নগরীজুড়ে এভাবে ফুটপাতের গণদখল পরিস্থিতিতে পদে পদে বিড়ম্বনায় পড়ছেন নগরবাসী।

 

এছাড়াও মালোপাড়া মোড় থেকে দড়িখরবনা মোড় এবং গণকপাড়া মোড় থেকে রেলগেট মোড় পর্যন্ত চলাচলেও নগরীরবাসীকে পোয়াতে হচ্ছে চরম দুর্ভোগ। এ দুইটির রাস্তার দুই পাশ দখল হয়ে আছে। ফলে প্রতিনিয়ত বাধাগ্রস্থ হচ্ছে চলাচল।

 

অপরদিকে, নগরীজুড়ে ময়লা-আবর্জ্যার স্তূপ দীর্ঘদিন ধরে জমে রয়েছে। বহরমপুর, হড়গ্রাম, বুলনপুর, বড়কুঠি, শালবাগান, সাগরপাড়া, লক্ষ্মীপুর, উপশহর, সপুরা, তেরখাদিয়া প্রভৃতি এলাকায় মোড়ে ময়লা-আবর্জ্যা দৃশ্যমান। সেগুলো যেন দেখার কেউ নেই। এ সব ময়লা-আবর্জ্যার স্তূপের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ।

 

সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীজুড়ে যানজট বিরাজ করছে। রেলগেট-বহরমপুর গ্রেটার রোড, ঘোষপাড়া থেকে ঝাউতলা পর্যন্ত গাড়ি ঘণ্টাব্যাপী আটকে থাকে। বিশেষ করে মেডিকেল হাসপাতালের সামনের সড়ক ভ্রাম্যমাণ দোকান ও অটোরিকশার কারণে যানজটবদ্ধ। এতে মুমূর্ষু রোগী হাসপাতালে সহজে প্রবেশ করতে পারছে না। এছাড়াও ঘোষপাড়া মোড় থেকে লক্ষ্মীপুর মোড় হয়ে ঝাউতলা পর্যন্ত ঘণ্টব্যাপী যানজটে আটকা থাকছে পথচলতি মানুষ।

 

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান বলেন, নগরীতে অটোরিকশার সংখ্যা ২০ হাজারের বেশি এবং অনুমোদনবিহীনভাবে চলাচল করছে। ফুটপাত দখল ও অতিরিক্ত অটোরিকশার কারণে যানজট তৈরি হচ্ছে।

 

রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন জানান, ময়লা ও বর্জ্য অপসারণ নিয়মিত হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে এবং যানজট বিষয়টি নগর পুলিশের দায়িত্ব।

 

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উচ্ছেদের আগে আমরা মাইকিং করে ফুটপাত থেকে দোকানপাট সরিয়ে নিতে অনুরোধ করছি। কেউ নিজেরা সরিয়ে না নিলে আমরা উচ্ছেদ অভিযান করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com