বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে আন্ডারগ্রাউন্ড পাওয়ার গ্রিড ক্যাবেল স্থাপনে দুর্ঘটনা, ক্যাবেল অক্ষত থাকার দাবি কর্তৃপক্ষের নওগাঁ ও সান্তাহার জনংশন এলাকায় রাত্রিকালীন সড়কের ছিনতাই অপরাধ প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জেলা শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার-এ দ্বীপের আর্তনাদ শুনতে কি পাও মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

চাঁদাবাজি ও দাপটের অভিযোগে আলোচনায় এএসআই সবিরুল খান

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবিরুল খান বর্তমানে সিআইডি হেডকোয়াটারে কর্মরত রয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি চট্টগ্রামে কর্মরত থাকাকালীন সময় নগর গোয়েন্দা বিভাগের প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিকট থেকে অবৈধভাবে অর্থ আদায় করে আসছেন ।

ভুক্তভোগীদের অভিযোগ, এএসআই সবিরুল খান নিজেকে গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তা বলে পরিচয় দিয়ে ভয়ভীতি ও হয়রানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ দাবি করে আসছেন। বিশেষ করে মাদক, জুয়া, আবাসিক হোটেল, মোবিল, তেলের দোকান, সমুদ্রের ঘাট ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি এই চাঁদাবাজি করে আসছেন বলে অভিযোগ রয়েছে এবং তার তিন জন সহকারী ও আছে তাদের নাম ফরিদ, মাসুম, সেলিম।

অনুসন্ধানে আরও জানা যায়, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এর বিশস্ত মানুষ ছিলেন এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবের দাপট দেখাতেন তিনি। তিনি আওয়ামী আমল থেকে এখন পর্যন্ত অপশক্তি ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি ও নির্যাতন করে আসছেন। তার সাথে কোনো পুলিশ সদস্যের বনাবনি না হলে তিনি ওই পুলিশ সদস্যকে অপশক্তির ক্ষমতা ব্যবহার করে তাকে বদলি করে দিতেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একাধিক ভুক্তভোগী এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তাধীন থাকলেও অভিযুক্ত কর্মকর্তা ইতোমধ্যে চট্টগ্রাম থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে বর্তমানে সিআইডি হেডকোয়াটারে কর্মরত রয়েছেন ।

তিনি বদলি হওয়ার পরও এখনো সিএমপির বিভিন্ন থানার সোর্সদের মাধ্যমে ডিবি পুলিশের নামে চাঁদা নেন। তাদের মধ্যে রয়েছেন সিএমপির চকবাজার থানা , সদরঘাট থানার ক্যাসিয়ার মিন্টু সহ আরও অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “তিনি (সবিরুল) পরিচয়পত্র দেখিয়ে বলেছিলেন, ডিবি থেকে এসেছেন। তারপর বলেন, ব্যবস্থা নেবেন যদি টাকা না দেই। তখন ভয় পেয়ে নিরুপায় হয়ে তাকে টাকা দেই।”

চট্টগ্রাম মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। যদি কোনো পুলিশ সদস্য চাঁদাবাজিতে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ধরনের অভিযোগ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে বলেও মত প্রকাশ করেছেন সুশীল সমাজের নেতারা। তারা মনে করেন, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com