রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,অপরাধ-অবক্ষয়ের মূলেই মাদক-সমাজে অবক্ষয়ের মূলে মাদককেই দায়ী করেছেন তিনি, এ সময় তিনি বলেন সমাজে যত অপরাধ সংঘটিত হচ্ছে—তার মূল কারণ মাদকাসক্তি। ধর্ষণ, হত্যা, আত্মহত্যা, কিশোর গ্যাং. ইভটিজিং, চুরি, ছিনতাই—এ সবকিছুর পেছনে মাদকাসক্তরাই থাকে। একজন মাদকাসক্ত তার নেশার জন্য হিংস্র হয়ে ওঠে।
তখন সে এমন কোন কাজ নাই, যা সে করে না। প্রথমত নিজ বাসা থেকে মা-বোনের অলংকার চুরি করে, এরপর বাপের টাকা চুরি করে। এসব করতে করতে পরিবারের লোকজন যখন অতিষ্ঠ হয়ে যায়, তখন সে বাইরে নেশার টাকা জোগাতে ছিনতাই করে, লোকের পকেট কাটে।
এভাবেই একজন মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে বড় সন্ত্রাসী হয়ে ওঠে। বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ মো.সাইফুর রহমান (৪৪) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে থানার সামনে চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভূরুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সামাদ অনন্তপুর পুর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, থানার মূল গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টে তল্লাশি চালানোর সময় এক মোটারসাইকেল আরোহীকে থামানো হয়।
পরে তাকে তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা চকরিয়া থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে মোটরসাইকেলটিও জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিকে মামলার দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।