মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ

 অনলাইন ডেস্ক

আগামী ১ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ঈদ পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৪ মার্চ ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

বরাবরের মতো এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাতদিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রবিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এসব তথ্য জানান।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের আগামী ৩ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ; ৫ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ; ৬ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ; ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া, যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট কিনতে পারবেন। এক্ষেত্রে একজন চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।

আন্তঃমন্ত্রণালয় সভায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com