বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
প্রেস রিলিজ
গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে বন্দর থানার আসামী বন্দর থানার ৩৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ১। রানা চৌধুরী মাইকেল (৩৭), আকবরশাহ্ থানার আসামী ২। মোঃ হারুনুর রশিদ প্রঃ সজীব (২৮), ৩। মনির উদ্দিন নাদিম প্রঃ তাসমির (১৯), ৪। সৈয়দ মোহাম্মদ আবুল ইয়ারুজ (৩৯), ৫। শাহারান (৩১), ৬। আব্দুল করিম জুয়েল (৩১), ৭। মোঃ ইমরান হোসেন (৩৫), ৮। মোঃ মোশারফ হোসেন (৪২), ৯। মোঃ আবদুল গোফরান কচি (৩৮), হালিশহর থানার আাসামী ১০। মো: নাঈম (২৭), ১১। মোঃ ইমরান (৩৬), ইপিজেড থানার আসামী ১২। মোঃ তাজুল ইসলাম (৫০), কোতোয়ালী থানার আসামী ১৩। মোঃ জামাল উদ্দিন (৪০), ১৪। নয়ন দাশ (২৮), চান্দগাঁও থানার আসামী ১৫। সুকুমার দাস (৩৮), পাচঁলাইশ মডেল থানর আসামী ১৬। মোঃ জামাল হোসেন (৩৩), ১৭। মোঃ সামির (১৯), বায়েজিদ বোস্তামী থানার আসামী ১৮। মোঃ বেলাল উদ্দিন (৩৭), ১৯। মোঃ লোকমান (৪২), সদরঘাট থানার আসামী সদরঘাট থানার হকার্স লীগের সাবেক সাধারণ সম্পাদক, ২০। মোঃ মোকলেছুর রহমান (৪৭), ডবলমুরিং মডেল থানার আসামী ২১। নুরুল ইসলাম বালা (৪২), ২২। মোহাম্মদ আবুল বশর (৪১), ২৩। মোঃ নাছির (৪৪), কর্ণফুলী থানার আসামী শিকলবাহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ২৪। মোঃ আবু তাহের (৪২), চকবাজার থানার আসামী ২৫। মোক্তার হোসেন (৩৬), খুলশী থানার আসামী ২৬। মোঃ হেলাল উদ্দিন (৫০), পাহাড়তলী থানার আসামী ২৭। মোঃ জাহেদুল ইসলাম (৩৫), পতেঙ্গা মডেল থানার আসামী ২৮। মোঃ মনির (২৮) ও বাকলিয়া থানার আসামী ২৯। মোঃ মানিক (৩২) সহ সর্বমোট ২৯ (ঊনত্রিশ) জনকে গ্রেফতার করা হয়।
আটকৃত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।