শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
সাঈদুর রহমান রিমন
খুবই চমৎকার উদ্যোগ, খু-উ-ব ব্যতিক্রম। কক্সবাজারে সবাই যান নিজেরা নিজেদের আনন্দ উপভোগ করতে, সেখানে দূর্বার তারুণ্য যাচ্ছে ‘সৈকত শিশুদের’ আনন্দে উচ্ছাসে মাতিয়ে রাখতে।
অভাবনীয় চিন্তা ভাবনা, শীর্ষ মানবিকতার অপূর্ব নিদর্শন। এমন উদ্যোগকে স্যালুট জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই।
দূর্বার তারুণ্য অবশ্য এ শিশুদের সুবিধা বঞ্চিত ও এতিম হিসেবে আখ্যায়িত করেছে। সংস্থাটি এ কর্মসূচির নাম দিয়েছে ‘সবাই দেখবে কক্সবাজার।’ আয়োজনটি জাঁকজমকপূর্ণ ভাবে সফল করতে মুখ্য ভূমিকা পালন করছেন দূর্বার তারুণ্য’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক সোহাগ আরেফিন।
এ উপলক্ষে আগামী ২৬ শে জানুয়ারি সৈকতের লাবনী পয়েন্টস্থ হোটেল সি ওয়ার্ল্ডে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
কর্মসূচির মূল উদ্যোক্তা দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ ধারনা করছেন, অনুষ্ঠানে দুই শতাধিক শিশুর উপস্থিতি থাকবে। তাদের নিয়ে দিনভর সৈকত ভ্রমণ, খাওয়া-দাওয়া, নানা রকম খেলাধুলা, সৈকতের পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতামূলক আলোচনা এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা রয়েছে। তাছাড়া অনুষ্ঠানটি আনন্দময় করে তুলতে ছড়া, কবিতা আবৃত্তি, যেমন পারো তেমন সাজো, সংগীতানুষ্ঠানসহ উদ্যোগ রয়েছে নানাকিছুর।
ব্যতিক্রম এ আয়োজন ইতিমধ্যেই কক্সবাজার এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সেখানকার দৈনিক রুপালী সৈকত পত্রিকা সম্পাদক আবুল হাসান বলেছেন এমন মানবিক উদ্যোগকে শুভেচ্ছা জানাতে আমরা উপস্থিত থাকার চেষ্টা করব। পাশাপাশি শিশুদের আনন্দ উচ্ছ্বাসকে আলাদা কাভারেজ দিতেও আমাদের উদ্যোগ থাকবে।
দৈনিক মেহেদী পত্রিকার নির্বাহী সম্পাদক মোহামদ নাজিম উদ্দিন জানিয়েছেন, আমরা এমন অনুষ্ঠানের শুভেচ্ছাস্বরুপ মিডিয়া পার্টনারের ভূমিকা পালনের জন্যও প্রস্তুত রয়েছি। দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ হোসেনও মানবিক উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সুবিধাবঞ্চিত শিশুদের সৈকত ভ্রমণকে আরো আনন্দময় করতে দৈনিক গণসংযোগ কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে।