সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
প্রেস রিলিজ:
সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ৪০(চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মাদক বিক্রয়ের নগদ ১৬২০/- টাকাসহ ০৫ জন আসামী গ্রেফতার।
অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানা, জনাব মো: বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই/আওলাদ হোসেন, এসআই/আলমগীর হোসেন, এএসআই/হুমায়ন কবির ও সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন ১১নং দক্ষিণ কাট্টলীস্থ জেলেপাড়া স›দ্বীপের কলোনীর জনৈক শহীদুল ইসলাম এর মালিকানাধীন সুভাষ দাশ এর ভাড়াঘরে সামনে অভিযান পরিচালনা করে ইং ০৭/১২/২০২৪খ্রি: ২৩.২০ ঘটিকার সময় আসামী ১। সুভাষ দাশ (৩৬), পিতা-মদন মোহন দাশ, মাতা-রত্মা দাশ, সাং-জেলে পাড়া, শুভ ডাক্তারের বাড়ী, দক্ষিণ কাট্টলী, ১১নং ওয়ার্ড, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ২।
কালী চরণ দাশ (৫০), পিতা-কামিনী দাশ, মাতা-প্রেমনী দাশ, সাং-জেলে পাড়া, শুভ ডাক্তারের বাড়ী, দক্ষিণ কাট্টলী, ১১নং ওয়ার্ড, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ নাছির (২৬), পিতা-মৃত মোঃ কোরবান আলী, মাতা-রহিমা খাতুন, সাং-ছিদ্দিক কমিশনারের বাড়ী, মালেকের ভাড়াঘর, জেলে পাড়া, দক্ষিণ কাট্টলী, ১১নং ওয়ার্ড, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ৪। আল-আমিন (২৪), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-মোছাম্মদ রাবেয়া বেগম, সাং-তালতলী, হাওলাদার বাড়ী, থানা-তালতলী জেলা-বরগুনা, বর্তমানে-সাগরিকা মুরগীর ফার্ম, তাহের সওদাগরের ছেলে আরিফের বাসা, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ৫।
ব্রজ গোপাল দাশ (৪০), পিতা-চন্দ্র মোহান জলদাশ, মাতা-সুরুবালা জলদাশ, সাং-জেলে পাড়া, চন্দ্র মোহনের বাড়ী, দক্ষিণ কাট্টলী, ১১নং ওয়ার্ড, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রামদের গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত/দখল হইতে সর্বমোট ৪০(চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মাদক বিক্রয়ের নগদ ১৬২০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তাহারা অবৈধ দেশীয় তৈরী চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে ক্রয় বিক্রয় করছিল।
আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানারা মামলা নং-০৬, তারিখ-০৮/১২/২০২৪খ্রিঃ ধারা ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণী ২৪(খ)/৪১ রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।