বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে আন্ডারগ্রাউন্ড পাওয়ার গ্রিড ক্যাবেল স্থাপনে দুর্ঘটনা, ক্যাবেল অক্ষত থাকার দাবি কর্তৃপক্ষের নওগাঁ ও সান্তাহার জনংশন এলাকায় রাত্রিকালীন সড়কের ছিনতাই অপরাধ প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জেলা শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার-এ দ্বীপের আর্তনাদ শুনতে কি পাও মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

সংবাদ সম্মেলন প্রত্যাহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭২ ঘন্টার আল্টিমেটাম 

পাইকগাছা খুলনা প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় পাইকগাছা থানায় দায়ের কৃত মামলা সংক্রান্ত বিষয় নিয়ে লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের করা সংবাদ সম্মেলন প্রত্যাহার করার জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন।

তিনি বুধবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা মুছা সরদার কে ৭২ ঘন্টার মধ্যে তার করা সংবাদ সম্মেলন প্রত্যাহারের অনুরোধ করেন।

লিখিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী নয়ন বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারাদেশের ন্যায় এলাকার সকল স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের পাশে থেকে আমাদের আন্দোলন কে গতিশীল করে।

যার ফলশ্রুতিতে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিল করে জিরো পয়েন্ট যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে পৌছালে আওয়ামী সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা ও মারপিট করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

এঘটনায় ২১-০৮-২০২৪ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। হামলা কারিদের আমরা সবাই চিনি না, এজন্য ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ব স্ব ইউনিট কে আসামির তালিকা করতে বলা হয় এবং সেভাবেই আসামি তালিকা চুড়ান্ত করা হয়।

মামলায় ভুল ক্রমে কোন নিরপরাধ ব্যক্তি আসামি হলে তদন্ত করে তা প্রত্যাহারের জন্য থানা পুলিশ কর্তৃপক্ষ কে বলা হয়। বয়সের কারণে শিক্ষার্থী ঈশিতা এনাম ঋতু কে সর্বসম্মতিক্রমে মামলার বাদি করা হয়। মামলার পরে আমরা জানতে পারি লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুছা সরদারের ছেলে আবু ঈসা সরদার কে আসামি করা হয়েছে। সাথে সাথে দোষী না হলে তার নাম বাদ দেওয়ার জন্য প্রশাসন কে বলা হয়।

কিন্তু উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ ও তুষার কান্তি মন্ডল এবং সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ ও এনামুল হকের মধ্যে দলীয় গ্রুপিং থাকায় লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে আবু মুছা সরদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনাম ও অর্জন কে কলঙ্কিত করতে মামলার বাদি ঈশিতা এনাম ঋতু ও তার পিতা এসএম এনামুল হক কে জড়িয়ে সম্প্রতি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছে।

শিক্ষার্থী নয়ন রাজনৈতিক গ্রুপিংয়ের বিষয় টি রাজনৈতিক ভাবে সমাধানের পরামর্শ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ব্যবহার না করার অনুরোধ করেন।

এছাড়া সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭২ ঘন্টার মধ্যে কথিত সংবাদ সম্মেলন প্রত্যাহারের জন্য বিএনপি নেতা মুছা সরদার কে আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহার করা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com