বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
পপুলার লাইফ এবং অরোরা স্পেশালাইজড হসপিটালের মধ্যে স্বাস্থ্য চুক্তি সম্পাদিত সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অভিযান নওগাঁর মান্দায় ইজারাকৃত বিলের ৮-৯ লক্ষ্য টাকা মাছ হরিলুটের অভিযোগ চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠকি সম্পাদক সুমন গ্রেপ্তার -হাজারি গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ নিলামে উঠছে এমপিদের শুল্কমুক্ত ৩৪ গাড়ি হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৬টি মামলার আসামি বেড়েছে মরিচের দাম, চড়া চালের বাজার মুরগির সঙ্গে বাড়ছে পেঁয়াজের দাম অক্টোবরে সড়কে ঝরেছে ৪৬৯ প্রাণ নওগাঁয় এক হাজার দুইশ ৫৫ হেক্টর জমিতে পোটলের চাষ হয়েছে বালিয়াডাঙ্গী ভূমি অফিসে জাল দলিল দাখিল করার অপরাধে ২ বিবাদীর ৭ দিনের কারাদন্ড

পুকুরে ও পাহাড়ে টানা অভিযান চালিয়ে থানা থেকে লুণ্ঠিত পিস্তল, মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুই লুণ্ঠনকারীকে গ্রেফতার

প্রেস রিলিজ:

পুকুরে ও পাহাড়ে টানা অভিযান চালিয়ে থানা থেকে লুণ্ঠিত পিস্তল, মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুই লুণ্ঠনকারীকে গ্রেফতার করেছে সিএমপির পাহাড়তলী থানা পুলিশ।

আজ ০৪ নভেম্বর ২০২৪ খ্রি. ভোরে নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় এলাকায় অভিযান চালিয়ে পাহাড়তলী থানা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তদন্তেপাপ্ত আসামি মোঃ মাহাবুর রহমান (২৭)-কে গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ।

গ্রেফতারের পরে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদে সে জানায় যে, গত ০৫ আগস্ট ২০২৪ খ্রি. পাহাড়তলী থানা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে সে ও তার সহযোগী ৬/৭ জন জড়িত ছিল।

আটককৃত মোঃ মাহাবুর রহমানের প্রদত্ত তথ্যমতে পাহাড়তলী থানাধীন কর্নেল জোন্স রোড়ের শেষ মাথা মোবারক আলীর বসতঘরে আসামি মাহাবুর রহমানের ভাড়াঘরের ভিতর অভিযান পরিচালনা করে পাহাড়তলী থানার পুলিশ সদস্যদের ব্যবহৃত ০১.।

পুলিশের ১ সেট ইউনিফর্ম (ক্যাপসহ), ০২। পুলিশের ব্যবহৃত ০২টি হাতঘড়ি, ০৩। পুলিশ সদস্যদের ব্যবহৃত ০৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, ০৪। পুলিশের ব্যবহৃত ০১ জোড়া কেডস ও ০১ জোড়া সিভিল স্যু, ০৫। পুলিশ লোগো সম্বলিত ০১টি ছাতা, ০৬। ট্রাউজার ০১টি, ০৭। ইলেকট্রিক কেটলি ০১ টি, ০৮। ট্রিমার ০১টি, ০৯। চশমা ০২ টি, ১০।

পুলিশের ব্যবহৃত ০১টি রেইনকোট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, পাহাড়তলী থানার লুটকৃত অস্ত্র ও কয়েকটি মোটরসাইকেল পাহাড়তলী থানাধীন বিটাক বাজার কলেজ রোডসংলগ্ন পুকুরে এবং কয়েকটি সরকারি ওয়াকিটকি সেট ও কয়েকটি হ্যান্ড ক্যাপ অন্যত্র ফেলে দেয়।

উক্ত তথ্যের আজ বেলা ১১:৪৫ থেকে ভিত্তিতে বিটাক বাজারসংলগ্ন কলেজ রোড পুকুরে পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াত নেতৃত্বে পাহাড়তলী থানা পুলিশ দুই ঘন্টাব্যাপী তল্লাশি অভিযান পরিচালনা করে।

পুকুরে জাল ফেলে পুলিশ সদস্যদের ব্যবহৃত ০২টি পোড়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে মোঃ মাহাবুর রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে।

প্রদত্ত তথ্যের ভিত্তিতে তার সহযোগী নুর নবী (২৫)-কে গ্রেফতারের লক্ষ্যে আকবরশাহ থানাধীন রেলওয়ে হাউজিং সোসাইটিতে অভিযান পরিচালনা করে বিকাল ১৫.৩০ ঘটিকার সময় তাকে গ্রেফতার করা হয়।

উভয় আসামিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, আকবরশাহ্ থানাধীন ফারুক চৌধুরীর মাঠের পশ্চিম পাশের ০২ নং লেইনের শেষ মাথায় অবস্থিত ইস্পাহানি পাহাড়ের জঙ্গলের ভিতর মাটি খুঁড়ে একটি পিস্তল চাপা দিয়ে রাখে।

পরবর্তীতে পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভুইয়ার নেতৃত্বে সহকারি পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) জনাব মোঃ মঈনুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ইস্পাহানি পাহাড়ের জঙ্গলে বিকাল ৫:০০টা থেকে দেড় ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের দেখানোমতে উপস্থিত লোকজনের উপস্থিতিতে সন্ধ্যা ১৮.৩০ ঘটিকার সময় পাহাড়তলী থানা থেকে লুণ্ঠিত একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com