মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা যুবদল। আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ।
রবিবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে ডামুড্যা উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদীর তত্ত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন, বিএনপির নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, আলমগীর হোসেন মাদবর, হান্নান মাদবর,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ মোজাম্মেল মাদবর।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ।