শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
প্রেস রিলিজ:
সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মুকুর চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহামুদুল হাসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মনির হোসেনের নেতৃত্বে এসআই (নি.) মোঃ হেলাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আজ ২২/১০/২৪ খ্রি. (২১ অক্টোবর দিবাগত) রাত ০১:৩০ ঘটিকার সময় কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় অভিযান পরিচালনা করে জি আার ৯৬/১৬, কোতোয়ালী থানার মামলা নং- ৪১, তারিখ- ২৩/০২/১৬ খ্রি., ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ)/২৫ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ০৮ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ আলমগীর প্রকাদশ আলমগীর মেম্বার, পিতা- আমিনুল হক, মাতা- জাহানারা বেগম, সাং- চরলক্ষ্যা মাইজ্জ্যা ফকির বাড়ি, ৪ নং ওয়ার্ড, থানা- কর্ণফুলী জেলা- চট্টগ্রাম-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আশকার দিঘির পাড় সার্সন রোডে অবস্থিত মাউন্ট হাসপাতালের সামনে থেকে মোটরসাইকেলযোগে ১ লক্ষ পিস ইয়াবা পরিবহনের সময় র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের একটি আভিযানিক দল মোঃ আলমগীর প্রকাশ আলমগীর মেম্বারকে হাতেনাতে আটক করে কোতোয়ালী থানায় এজাহার দায়েরপূর্বক হস্তান্তর করেছিল।