সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বনশ্রী এলাকার মুদি দোকান কর্মচারী মো. মিজানুর রহমান হত্যা মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- মৎসজীবী লীগের সভাপতি ও যুবলীগের সদস্য আব্দুর রহমান এবং বাংলাদেশ সড়ক পবিরহন শ্রমিকলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।
তারা হলেন- চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও নুরুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল আলম বলেন, দুই আসামি পূজা কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে গিয়েছিলেন। মঞ্চে ওঠার আগে তাদের নাম ঘোষণা করা হয়। আর গান পরিবেশনের পর তাদের ধন্যবাদও দেওয়া হয়। এতে শিল্পী হিসেবে তাদের দায় গৌণ। আদালত সার্বিক বিষয় আমলে নিয়ে তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের একটি মণ্ডপে ‘ইসলামি গান’ গাওয়া নিয়ে সমালোচনা তৈরি হয়। সেই গানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নানান আলোচনায় মাতেন নেটিজেনরা।
পরে শুক্রবার মহানগর পূজা কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে মামলা করেন। মামলায় পূজা কমিটির যুগ্ম সম্পাদক (বহিষ্কৃত) সজল দত্তসহ ছয় শিল্পীকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেফতার হন শিল্পী শহীদুল করিম ও নুরুল ইসলাম।