শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার সোলাদানায় শ্রী শ্রী চারবান্দা সার্বজনীন দূর্গা পূজা মন্দিরের সাংষ্কৃতিক অনুষ্টানের উদ্বোধন নিয়ে মতদ্বন্দ্বে সেখানকার সকল প্রকার সাংষ্কৃতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি স্বীকার করে থানা পুলিশসহ বিএনপির নের্তৃবৃন্দ সংকট নিরসনে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয় রায় বলেন, স্থানীয় জনৈক বিল্লাল হোসেন নামে এক নেতা তাকে দিয়ে অনুষ্ঠান উদ্বোধনে করানোর জন্য বলেন , কিন্তু পূজা কমিটি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, এই ঘটনার প্রেক্ষিতে যেন অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটে মূলত পূজার নিরাপত্তার স্বার্থে,পূজার অনুষ্ঠানিক কার্যক্রম ছাড়া বাড়তি সকল সাংষ্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখেন।
তিনি আরো বলেন, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান কাকে দিয়ে উদ্বোধন করালে ভাল হয় সেটা নিশ্চই তাদের ব্যাপার। এমনকি বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিকে দিয়ে উদ্বোধন করানোর কথাও চিন্তা করেন তারা।
তবে জনৈক বিল্লাল হোসেনের আচারণে রীতিমত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং পূজার নিরাপত্তার স্বার্থে বাড়তি সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখেন।
খবর পেয়ে পরের দিন বৃহস্পতিবার রাতে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতিক ডা: আব্দুল মজিদ এর নের্তৃত্বে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, সাবেক জেলা সদস্য অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, গাজী মুজিবর রহমান, আবু হাসান, সায়েদ আলী বাবলা, আবু হুরায়রা বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিৎ ঘোষ দেবেন, যুবদল নেতা শহিদুর রহমান, কাজী মুজিবর রহমান, মোস্তাকিম গাজী, সাংবাদিক শহিদুর রহমান, লুৎফর রহমান, নুরালী গোলদার, ওবায়দুল্লাহ সরদারসহ অন্যান্যরা ঘটনস্থলে পরিদর্শন করেন।
এসময় তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কান্তি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এব্যাপারে রাত ১২ টা ১০ মিনিটে তার কাছে জানতে চাইলে তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জানিয়ে বলেন, পূজার সাংষ্কৃতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে বলে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তিনি সেখানে রয়েছেন।
এব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলবেন। তবে পূজার স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে বলে দাবি করেন তিনি।
এব্যাপারে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও পাইকগাছা থানা ছাত্রদলের আহ্বায়ক সরোজিৎ ঘোষ দেবেন বলেন, তারাও অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এসময় তিনি মুঠোফোনে সেখানকার পূজা কমিটির সাধারণ সম্পাদক জয় রায়ের সাথে কথা বলে নিশ্চিত হন। এমনকি সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে মন্ডপস্থলে আলোক-স্বজ্জা বন্ধ দেখতে পান।
কারণ হিসেবে সেখানকার দায়িত্বশীলরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা বিল্লাল হোসেন নামে জনৈক ব্যক্তি তাকে দিয়ে অনুষ্ঠান উদ্বোধনের জন্য নির্দেশ প্রদান করায় তারা সাংষ্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেন।
পরে স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান এনামুল হক পূজা কমিটির সাধারণ সম্পাদক জয় রায়কে মোবাইলে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগও করে। তবে এব্যাপারে তারা কোথাও কোন অভিযোগ করেননি বলেও জানান।
ঘটনার প্রসঙ্গে অভিযুক্ত বিল্লাল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে এনামুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমার সুনাম নষ্ট করার জন্য আমার প্রতিপক্ষরা এমনটি করছে, তিনি উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের জন্য মন্ডপ কমিটিগুলোর সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় করে আসছেন।
মূলত রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে তার বিরুদ্ধে মিথ্যা ছড়ানো হচ্ছে।
তাছাড়া জয় রায় তাকে বৃহস্পতিবার বিকেল ৩ টায় যে ফোন আলাপের কথা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা।