শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
মাগুরা প্রতিনিধি:
আওয়ামী দুঃশাসন আমলে মাগুরায় সাংবাদিক কৌশিক আহমেদ এর ওপর সন্ত্রাসী হামলা ও প্রান নাশের চেষ্টার ঘটনায় মাগুরা থানায় মামলা দায়ের হয়েছে।
মামলা নং ৫২ তাং ২৫/০৯/২০২৪।
দ:বি:আইনের১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪ এবং১৯০৮ এর বিস্ফোরক আইনের ৩/৬ ধারা।
সাংবাদিক কৌশিক আহমেদ বাদী হয়ে গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে মাগুরা সদর থানায় মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য যে গত ০২/০৪/২০২৩ তারিখ বেলা ১ টার সময় মাগুরা জজ কোর্টের সামনে যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা সাংবাদিক কৌশিক আহমেদ এর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করে।
তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
পরে ঢাকায় নিয়ে তাকে চিকিৎসা করানো হয়। ততসময় স্বৈরাচার হাসিনার সরকার ক্ষমতায় থাকায় তিনি মামলা করতে মাগুরায় যেতে পারেন নি।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় এখন তিনি মামলাটি দায়ের করেন বলে মামলায় উল্লেখ করেছেন।
এই মামলায় মাগুরার তিনজন সাংবাদিকও আসামী রয়েছেন। তারা এই ঘৃণিত ঘটনার ইন্ধনদাতা বলে অভিযোগ করা হয়েছে।