সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর আত্রাইয়ে নিজস্ব অর্থায়নে সংস্কার করা হচ্ছে একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। যোগাযোগ ব্যবস্থার দূর্ভোগ লাঘবে গ্রামের কিছু ব্যক্তি উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কার করছেন। উপজেলা সদরের একেবারে সন্নিকটে বিহারীপুর গ্রাম। আত্রাই বাইপাস রাস্তা থেকে এ গ্রামে প্রবেশের রাস্তাটি দীর্ঘদিন থেকে অবহেলিত।
রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় কোন পরিবহন সেখানে প্রবেশ করতে পারেনা। ফলে এ গ্রামের শতাধিক পরিবার রোগী আনা নেয়াসহ সার্বিক যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে দীর্ঘদিন যাবত। স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকের কাছেই ধর্না দিয়েও রাস্তাটি সংস্কার হয়নি।অবশেষে ওই গ্রামের মহিদুল হাসান, মমিনুল হাসান, মামুনুল হাসান, মাহমুদুল হাসান, সুমি, তন্নি ও ফরিদুল আলম পিন্টু উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন।
এ রাস্তা সংস্কার হলে বিহারীপুর গ্রামের শত শত পরিবার যোগাযোগ ব্যবস্থার সুফল পাবে। রোগী আনা নেয়াসহ তারা তাদের উৎপাদিত কৃষি পণ্য সহজেই বাজারজাত করতে পারবে।স্থানীয় বাসিন্দা মহিদুল হাসান বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তার দুই পার্শ্বের পুকুর থাকায় বার বার বৃষ্টির পানিতে ভেঙ্গে যাওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পরে।
এতে করে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়। সরকারীভাবে রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ না নেওয়াই আমরা কতিপয় ব্যক্তি মানবিক কারনে নিজস্ব অর্থায়নে পুকুরের ধার দিয়ে গাইড ওয়ালসহ রাস্তা সংস্কার করছি। এ সংস্কার কাজে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হবে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, এটি একটি মহতি উদ্যোগ। এ গাইড ওয়াল নির্মাণের প্রয়োজন ছিল। যারা উদ্যোগ নিয়ে কাজটি করছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই।