রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর রাণীনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১জন জুয়ারু ও একজন মাদক কারবারীসহ মোট ১২জনকে আটক করেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ওসি জানান, তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার, ফোর্স নিয়ে উপজেলার চককুতুব এলাকায় একটি ইটভাটার পাশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার চকাদিন গ্রামের জুয়েল সরদার (৩৩), রাহিম কবিরাজ (৩১), মতিউর রহমান (৫০), রুবেল মৃধ্যা (২৮), চককুতুব গ্রামের সূর্য পোদ্দার (৩০), আব্দুল হালিম (২২), রিপন সরদার (৩২), রাঙ্গা সরদার (২৫), খট্রেশ্বর গ্রামের সাবু আলী (৩২), নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের দেলোয়ার সরদার (৩৫) ও উপর শেরপুর গ্রামের আব্দুৃল জলিলকে (৩০) আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার তাস ও বিভিন্ন সরঞ্জমাদি এবং নগদ দুই হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যায় উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে ৪০গ্রাম গাঁজাসহ হাবিবুর রহমান (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তিনি উপজেলার ভেবড়াগাড়ী গ্রামের আনিছার রহমানের ছেলে। তাদেরবিরুদ্ধে পৃথক মামলা রুজু করেশনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।