শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
পারভেজ আলী মোহর যশোর প্রতিনিধিঃ
বাঘারপাড়ায় আনোয়ারা ক্লিনিকে সিলগালা,হাজী ডায়াগনস্টিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও নবনির্মিত ক্লিনিক ও ডায়াগনস্টিকে সতর্ক করেছে ভ্রাম্যমান আদালত ।
রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘারপাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদাউস (এসিল্যান্ড) এসময় উপস্থিত ছিলেন .সুবীর কুমার বিশ্বাস,মেডিকেল অফিসার বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ডা: এসএম মোস্তফা কায়উম, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মনিরা খাতুন,এস আই অনিমেষ প্রমুখ।
এদিন ভ্রাম্যমাণ আদালত আনোয়ারা ক্লিনিকের লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে আনোয়ারা ক্লিনিক কাগজ দেখাতে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।হাজী ডায়াগন স্টিক সকল কাগজ সঠিক একটি কাগজ ফেল থাকায় উক্ত প্রতিষ্ঠান কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।