সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:২১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
ফার্নান্দো দিনিজকে অন্তর্বর্তীকালীন কোচের পদ থেকে সরিয়ে দেয়ার পর ব্রাজিল ফুটবলে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিলো, কে হচ্ছেন নেইমারদের প্রধান কোচ?
আলোচনায় ছিলো একজনের নামই। তিনি সাও পাওলো ক্লাবের কোচ দোরিভাল জুনিয়র। শেষ পর্যন্ত তার দিকেই ফিরেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। খুব দ্রুতই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
ব্রাজিল ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার আগে দোরিভালের প্রথম কাজ ছিল, তার ক্লাব সাও পালোর দায়িত্ব ছাড়া। রোববারই সেই দায়িত্ব ছেড়েছেন এই কোচ। রোববার সাও পাওলো ক্লাবের পক্ষ থেকে প্রকাশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।
সাও পাওলোর ওই বিবৃতিতে দোরিভাল জুনিয়র বলেন, ‘এটা হলো ব্যক্তিগত স্বপ্নের বাস্তবায়ন। যা কেবলমাত্র সম্ভব হয়েছিল, কারণ আমি সাও পাওলোতে যে কাজ সম্পাদন করেছি, তার স্বীকৃতি পেয়েছি।’
ব্রাজিল ফুটবল কনফেডরেশন (সিবিএফ) এই মুহূর্তে নিশ্চিত করেনি যে, দোরিভালই তাদের কোচ। তবে শুক্রবার সিবিএফ সংবাদ সংস্থা এপিকে নিশ্চিত করেছে যে, তারা দোরিভালের সঙ্গে এ নিয়ে কথা বলেছে। তার ক্লাব সাও পাওলোর কাছে অনুরোধ জানিয়েছে, তাকে যেন ছেড়ে দেয়।
সাও পাওলো প্রেসিডেন্ট হুলিও সিজার বলেন, ‘সিবিএফ দোরিভালকে আমন্ত্রণ জানিয়েছে। তাদের এই পদক্ষেপ এটাই প্রমাণ করে যে আমরা (ব্রাজিল ফুটবল) সঠিক পথেই রয়েছি।’
দোরিভালের নেতৃত্বে ২০২২ সালে ফ্ল্যামেঙ্গো কোপা লিবারতোদেরেস (লাতিন আমেরিকার সর্বোচ্চ ক্লাব শিরোপা) জয় করে। এরপরই সাও পাওলোর দায়িত্ব নেন তিনি এবং গত বছরই ক্লাবটি প্রথম ব্রাজিলিয়ান কাপ জয় করে। সিজার বলেন, ‘আমি আশা করি দোরিভালের ভাগ্য পরবর্তী চ্যালেঞ্জ গ্রহণ করতে উন্মুখ হয়েছে।’