বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
উপজেলা প্রতিনিধি, রুপম চাকমা
রাঙামাটি সদর উপজেলাধীন জীবতলী ধনপাতা বনবিহারে সাধনা নন্দ মহাস্থবির ( বনভান্তের ১০৫ তম জন্মদিন পালন করা হয়েছে। এর আগে ৭ জানুয়ারী সন্ধ্যায় ১০৫টি ফানুস বাতি উত্তোলন, ৮ জানুয়ারী ২০২৪ রোজ সোমবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে হাজার বৌদ্ধ নর নারী পুরুষ উপাসক উপাসিকা পূণ্যার্থীর সমাগমে অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে ৮ জানুয়ারী খুব ভোর সকালে বিহার প্রাঙ্গনে রংঙ বেরঙের আতোস বাজি ফাটিয়ে পুজা পর্বন শুরু,সর্বপ্রথম আটাশ বুদ্ধ পুজা উত্তোলন, ১০৫ তম বেষ্টুন স্বারক উদ্মোচন, সিউলি পুজা উত্তোলন, সমবেত পঞ্চ শীল প্রার্থনা, বুদ্ধ মুর্তি দান, অষ্টপরিস্কার দান,সংঘদান,কল্পতরু দান,সিউলি পুজা,আটাশ বুদ্ধ পুজা, ভিক্ষু সংঘকে পিন্ডু পানীয় দান সহ নানাবিধ দান দেওয়া, পরে উপস্থিত পুণ্যার্থীর পক্ষে স্মৃতিচারণ, সরব ধর্মীয় বক্তব্য প্রদান করেন,দয়াময় চাকমা জীবতলী ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সদস্য ,তুষার পিন্টু চাকমা( শুভ) মগবান ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য স্বপন দত্ত চাকমা, ২নং মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা,১১৫ নং মগবান মৌজার হেডম্যান সুজিত দেওয়ান।
১১৮ নং ধনপাতা মৌজার হেডম্যান রুপায়ন চাকমা,২নং মগবান ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য,বৌদ্ধ ধর্মের অহিংসার বানী ও বনভান্তের ত্যাগ সাধনা সকল পাণীর মঙ্গলের অমৃত বানীর কথা প্রদান করেন,ধর্ম দাসা , জ্ঞান সার ভান্তে, দিপা নন্দ স্থবির ভান্তে,ধনপাতা বনবিহারের বিহারাধক্ষ্য প্রজ্ঞাবোধি মহাস্থবির প্রমুখ।