রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
ব্যাুরো চীফ ইউরোপ : ইতালির ভিছেন্সা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি নামে একটি সামাজিক সংগঠনের অভিষেক ও প্রবাসীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিছেন্সায় স্থানীয় একটি হল রুমে আয়োজিত সভায় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতে এই সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
ভিছেন্সায় নতুন এই সামাজিক সংগঠনে মোঃ আফিল উদ্দিন আপেল কে আহবায়ক বিশিষ্ট ব্যাবসায়ী এমদাদুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে ও তারেক আহমেদ, বকুল কামরুজ্জামান, মাসুদ পারভেজ, শিবলী সাদিককে কার্যকরী সদস্য করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির আহবায়ক মোঃ আফিল উদ্দিন আপেল বলেন, ভিচছেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার জন্য এই সামাজিক সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। তিনি আরও জানান, ভিছেন্সায় বাংলাদেশীদের সব রকম সমস্যা, সম্ভবনার জন্য কাজ করবে এই সংগঠন।
প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশিদের জন্য বাংলা স্কুল, মসজিদ ও ঈদগাহ মাঠ স্থাপন করা সহ ইতালিয়ান ভাষা শিক্ষার সুযোগও তৈরি করবে ভিছেন্সা বাংলাদেশ কমিউনিটি। ভিছেন্সায় প্রবাসীদের স্বার্থ রক্ষায় আগামী দিনে কাজ করে যাওয়ার জন্য সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন নতুন এই সামাজিক সংগঠনটির সদস্য সচিব এমদাদুর রহমান চৌধুরী ।