শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
করোনার প্রকোপ কমে যাওয়ায় প্লেন চলাচলের ওপর বিধিনিষেধ তুলে নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক প্লেন চলাচলের ক্ষেত্রে একজন যাত্রীকে অবতরণের পর বিমানবন্দরে একটি ‘সেল্ফ ডিক্লেয়ারেশন’ দিতে হবে।
তবে যেসব যাত্রীদের উপসর্গ পাওয়া যাবে তাদের তৎক্ষণাৎ আইসোলেশনে রাখতে হবে। নতুন গাইডলাইন অনুযায়ী, প্লেনের ওঠার ৭২ ঘণ্টা আগে বাধ্যতামূলক করোনার আরটি পিসিআর টেস্টের প্রয়োজন নেই।
আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা শুধু দুই ডোজ টিকা গ্রহণের প্রমাণ দেখালেই ছাড়পত্র পাবেন।অন্যদিকে যেসব দেশে ওমিক্রনের ঝুঁকি রয়েছে সেসব দেশের ওপর থেকে সতর্কতা সরিয়ে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
এই পদক্ষেপের মাধ্যমে ভারতে আগত আন্তর্জাতিক প্লেনের যাত্রীদের জন্য আজ (মঙ্গলবার) থেকেই বিধিনিষেধ তুলে নেওয়া হলো। এই কোভিড বিধি সম্পর্কে কয়েকদিন আগেই জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। সে নিয়মই কার্যকর হলো।