সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:
সৌদি ক্লাব আল নাসরে খেলতে গিয়ে সেই দেশকে আপন করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজকে আরবের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে আগেই। এবার তার সালামের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আজ শুক্রবার জুমার দিন ‘আসসালামু আলাইকুম’ ক্যাপশন দিয়ে সেই ভিডিও আপলোড করেছে রোনালদোর ক্লাব আল নাসর। এরইমধ্যে ৪ সেকেন্ডের এই ভিডিওতে ৯১ হাজার রিয়েকশন পড়েছে। কমেন্ট পড়েছে সাত হাজারের ওপরে, শেয়ার ছাড়িয়েছে সাড়ে পাঁচ হাজার।
সৌদি ক্লাবে সময়টা ভালোই কাটছে রোনালদোর। এখন পর্যন্ত প্রো লিগে ১৭ ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি, আছে দুটি অ্যাসিস্ট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এবং সৌদি সুপার কাপেও একটি করে ম্যাচ খেলে ফেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ।
আজ রাত বাংলাদেশ সময় রাত বারোটায় সৌদি প্রো লিগে আল ফাতেহর মুখোমুখি হবে আল নাসর। চলতি মৌসুমে দুই ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি রোনালদোর দল।