শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
জামালপুরের ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি মাজার থেকে চিহ্নিত সন্ত্রাসী রাসেল ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৪ ফেব্রুয়ারি) সোমবার সার্কেল এএসপি মোঃ সুমন মিয়ার নেতৃত্বে ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রাম থেকে রাসেল ফকিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ফকির (৩০) ইসলামপুরের উত্তর দরিয়াবাদ গ্রামের পতু শাহ ফকিরের ছেলে।
ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, চিহ্নিত সন্ত্রাসী রাসেল ফকির দীর্ঘদিন যাবৎ নিজের নাম পরিচয় গোপন করে নোয়াখালী, ফেনী, লক্ষীপুরসহ বিভিন্ন জেলায় পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।
সেইসাথে সাধু বেশে দেশের বিভিন্ন জেলার মাজারেও ঘুরে বেড়াতেন। এছাড়াও সাধু বেশে প্রায়ই বিদেশে গিয়ে আত্মগোপন করতেন বলেও স্বীকার করেছে। রাসেল জামালপুরে ২টি এবং লক্ষীপুর জেলায় ১টি বিবাহ করেছেন।
রাসেল ফকিরের বিরুদ্ধে একাধিক থানায় ২টি হত্যা মামলা, ১টি অস্ত্রসহ আরো ৪টি মামলা এবং সে ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতারের পর রাসেলকে আদালতে সোপর্দ করা হয়েছে।