বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
বিনোদন প্রতিবেদক:
ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবার নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘ওমর’ । সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি এই নির্মাতা।
হঠাৎ করে তার ফেসবুকে আজ (২ আগস্ট) বুধবার সিনেমাটির পোস্টার প্রকাশ করলেন পরিচালক। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ গণমাধ্যমে রাজ বলেন, ‘আগামী সেপ্টেম্বরে শুরু থেকে ‘ওমর’ সিনেমার শুটিং শুরু করব। কারা অভিনয় করবেন সেটা এখন জানাতে চাইছি না। আজ সিনেমাটির পোস্টার প্রকাশ করলাম।
‘ওমর’ সিনেমার চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। এর আগে সিনেমা তার নিমির্ত প্রতিটা সিনেমা আলোচিত হয়েছে। সিনেমাগুলো হলো- প্রজাপতি, তারকাটা, সম্রাট, যদি একদিন।