শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
যশোর জেলা প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” ¯ স্লোগানকে সামনে রেখে পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিরলস পরিশ্রম করে চলছে। পুলিশ যে আর ভয় বা আতঙ্কের কারণ নয় তারই প্রমাণ বহন করে চলেছেন যশোর জেলার মণিরামপুর থানার এসআই মলয় বসু। তরুণ প্রজন্মের এই পুলিশ অফিসার মণিরামপুর থানার ০৪ নং ঢাকুরিয়া ইউনিয়নের বিট পুলিশিং অফিসার হিসেবে একজন জনবান্ধব-মানবিক দক্ষ, মেধাবী ও সাহসী পুলিশ অফিসার হিসাবে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
নিয়মিত ডিউটির ফাঁকে তিনি তার বিট এলাকা ঘুরে দেখেন। ঢাকুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণের সাথে মিশে গেছেন বিট অফিসার এসআই মলয়বসু ও সহঃ বিট অফিসার এএসআই শ্যামল সরকার। তাদের পদচারণায় ঢাকুরিয়া ইউনিয়নের তালিকাভুক্ত চোর, মাদকসেবী, মাদক ব্যবসায়ীরা এবং পেশাদার অপরাধীরা অপরাধকরা থেকে দূরে থাকছে। এসআই মলয় বসু সকল অপরাধীদের কড়া বার্তা জানিয়ে দিয়েছেন যে কোন ধরনের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ সহ্য করা হবে না। এলাকায় ছোটখাটো সমস্যার সমাধান করেন মুহূর্তেই। এসআই মলয়বসু ও এএসআই শ্যামল সরকার ইউনিয়ন বিট এলাকায় গেলেই এলাকার সাধারণ মানুষ তাদের কে ঘিরে থাকতে দেখা যায়। বিট এলাকায় যেকোন সমস্যার সৃষ্টি হলেই চেয়ারম্যান ,মেম্বার ও জনপ্রতিনিধিদের নিয়ে দ্রুত সে সমস্যার সমাধান করেন। ঢাকুরিয়া ইউনিয়ন বাসীর একটি আস্থা ও বিশ্বাসের জায়গা দখল করে নিয়েছেন এই পুলিশ অফিসার। ঢাকুরিয়া ইউনিয়নের মানুষের মুখে মুখে এখন এই মানবিক পুলিশ অফিসারের নাম। এসআই মলয় বসু জয় করে নিয়েছেন সাধারণ মানুষের মন।
সত্য ও ন্যায়ের জন্য তিনি যেমন কোমল, অন্যায়ের বিরুদ্ধে তেমনি কঠোর। কেউ কোন অন্যায় করলে তিনি তাকে আইনের দ্বারস্থ করে শাস্তির ব্যবস্থা করেন। অপরদিকে তিনি একজন ভালো আইনি পরামর্শ দাতা।বিভিন্ন সময়ে থানা এলাকার মানুষ তার কাছে আইনি পরামশর্র জন্য গেলে তিনি সবাইকে উত্তম পরামর্শ দেন। তার সাথে মোবাইল ফোনে কথা বলতে পারেন যেকোনো বয়সের মানুষ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাট-বাজারের সভাপতি ও প্রধানদের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন এসআই মলয় বসু। আইনের সেবা ঢাকুরিয়া ইউনিয়নের সর্বএ পৌঁছে গেছে এবং ভালো মনের পুলিশ অফিসার পেয়ে ঢাকুরিয়া ইউনিয়ন বাসী খুবই খুশি।ঢাকুরিয়া ইউনিয়নের মানুষ ইতিপূর্বে কখনো এমন জনতার পুলিশ দেখেনি, এমন সমালোচনা বিভিন্ন বাজারে শোনা যাচ্ছে।
ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এরশাদ আলী সরদার বলেন, এসআই মলয় বসু সহজেই মানুষকে সেবা দিতে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। ইউনিয়ন বিট এলাকার আইনশৃঙ্খলা পরিবেশ শান্তিপূর্ণ বজায় রাখতে লিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। ব্যক্তি হিসেবে এসআই মলয় বসু অন্যায়ের সাথে আপোষ না করা সদালাপী, মিষ্টভাষী হিসাবে পরিচিতি লাভ করেছেন। তার আচরণ ও কাজকর্মে আধুনিক পুলিশের ছোঁয়া বলে পরিলক্ষিত হচ্ছে।
গাবুখালী গ্রামের শেখ জাহাঙ্গীর বলেন, এসআই মলয়বসু আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ইউনিয়ন এলাকা দালাল, মাদক,সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিরলাস কাজ করে যাচ্ছেন।ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাবলু সিংহ বলেন, মলয় বসু ও এএসআই শ্যামল সরকার ঢাকুরিয়া ইউনিয়নের দায়িত্ব গ্রহণের পর হতে বিভিন্ন সভা, মিটিং, সমাবেশের মাধ্যমে প্রতিনিয়ত সাধারণ জনগনকে বিভিন্ন বিষয়ে সচেতন করে চলছেন।স্কুল,কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা যাতে বিপথে না যায়,সেজন্য বাড়ি বাড়ি গিয়ে সকলকে সচেতন করছেন। উঠতি বয়সী প্রজন্ম যাতে মাদকের প্রতি আসক্ত না হয়,সেলক্ষ্যে কাজ করছেন। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের জন্য তিনি রীতিমতো একটি আতংক। তার দায়িত্ব গ্রহণের পর হতে ঢাকুরিয়া ইউনিয়নে মাদক বহুলাংশে কমে আসছে। বাংলাদেশ পুলিশ যে সাধারণ জনগনের আস্থার জায়গা তার প্রমান তিনি রেখে চলছেন।
এসআই মলয় বসু বলেন, যশোর জেলা পুলিশের আইকন,ডাইনামিক অফিসার, পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার),পিপিএম মহোদয় ও মণিরামপুর থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে অত্যন্ত সফলতার সহিত, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মুল, জনকল্যাণকর কাজ করে যাচ্ছি। বিট পুলিশিংয়ের মাধ্যমে একজন সাধারণ মানুষ পুলিশের সামনে সত্য কথা বলার সাহস পেয়েছে। সবাই আমাদের তথ্য দিন, সহযোগিতা করুন। তাহলেই সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব হবে।