বাংলাদেশ প্রতিদিন খবর
- রবিবার ৮ জানুয়ারি, ২০২৩ / ৭৯ জন দেখেছে
কাজী মোস্তফা রুমি, ব্যবস্থাপনা সম্পাদক :
আজ (৭ জানুয়ারি) শনিবার, টাঙ্গাইলের দেলদুয়ারে আটিয়া ইউনিয়নের কান্দাপারা মসজিদের উদ্যোগে কান্দাপাড়া ঈদগাহ মাঠে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, সদ্য বিদায়ী বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ক্রীড়া উপ-কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে রাজপথ কাঁপানো সাবেক তুখোর ছাত্র নেতা, টাঙ্গাইল জেলা আ’লীগের অন্যতম প্রভাবশালী নেতা, জননন্দিত ও কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু।
উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠানে পৌঁছালে স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে জননেতা তারেক শামস্ খান হিমুকে বরণ করে নেন।প্রধান অতিথির বক্তব্যে জননেতা তারেক শামস্ খান হিমু বলেন- দেশে আজ উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
আপনারা জানেন দেশে আজ পদ্মা সেতু হয়েছে। পদ্মার পাড়ের মানুষ উন্নত বিশ্বের স্বপ্ন দেখতে পারছে আজ।দেশে মেট্রো রেল চালু হয়েছে। দেশের মানুষ আজ উন্নত বিশ্বের মত নিজেদেরকে ভাবতে পারছে। যা সম্ভব হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিচক্ষণতার কারণে আর তাঁর প্রতি দেশের মানুষের ভালোবাসার ও অগাধ বিশ্বাসের ফলে।
আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন,আমাদের প্রতি আস্থা রাখুন, ইনশাআল্লাহ আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশ আ’লীগ পুনরায় সরকার গঠন করতে পারে, তাহলে ধারাবাহিকভাবে দেলদুয়ারের উন্নয়ন অব্যাহত থাকবে।