শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সমালচনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র তালুকদার, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক আযহারুল ইসলাম দিদার পিকে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ প্রমুখ। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।