শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে রসিক নির্বাচন। ইভিএমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নবম কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তবে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল আগামী সোমবার ঘোষণা করা হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান তিনি।