বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। শুক্রবার (২৮ অক্টোবর) বার্তা সংস্থা কুনা -এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস তার উপস্থিতির পর থেকে বেশ কয়েকটি জেনেটিক পরিবর্তন ও মিউটেশনের মধ্য দিয়ে গেছে এবং ভাইরাসটি নিয়ে উদ্বেগের কারণ নেই। মহামারি সংক্রান্ত সূচক এবং মানদণ্ড অনুযায়ী বর্তমানে কুয়েতের স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এক্সবিবির সংক্রামণ এড়াতে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সাতটি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, হাত ধোয়া ও স্যানিটাইজ করা, শীতকালীন টিকা ও করোনার টিকা নেওয়া, হাঁচি ও কাশির সময় মুখ-নাক ঢেকে রাখা, অসুস্থতার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে অন্যদের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকা, চলাচল ও বাসস্থানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্য সুবিধা যেমন— হাসপাতাল এবং জনাকীর্ণ স্থানে মুখ ও নাক ঢেকে রাখা। এছাড়াও জরুরি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।