বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
প্রকাশক ও সম্পাদক : মোঃ বিল্লাল হোসেন।  আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট রাসেল । ব্যবস্থাপনা সম্পাদক: কাজী মোস্তফা রুমি । যোগাযোগ : ০৩১-৭২৮০৮৫, ০১৮১১৫৮৮০৮০ মেইল: bdprotidinkhabor@gmail.com জহুর উল্লাহ বিল্ডিং (৩য় তলা), পানওয়ালা পাড়া, চৌমুহনী, উত্তর আগ্রাবাদ ১২৭৭, চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ওসির বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট : সেই বডি বিল্ডারের ১০ বছরের সাজা চট্টগ্রামে ৮ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষেণর অভিযোগ, হালিশহর থানায় মামলা ইতালির ভিছেন্সায় বাংলাদেশ কমিউনিটির আত্মপ্রকাশ বাঘাইছড়িতে ইউপিডিএফের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান দক্ষিণ এশিয়ার প্রথম টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধাজ্ঞা অমাণ্য করে ঝাটকা ইলিশ ধরছে কিছু প্রভাবশালী মাঝি যশোরে পানিতে ডুবে দুই ভাইয়ের করুণ মূত্যু,এলাকায় চলছে শোকের ছায়া ১০২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর আবারও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

খুলনায় নারী ও শিশু নির্যাতন মামলার ৪ আসামির যাবজ্জীবন

খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৪ আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছ আদালত। বুধবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আঃ ছালাম খান এ রায় ঘোষণা করেছেন।দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন যশোর জেলার মণিরামপুর থানার চালকিভাদ্দী গ্রামের আজগর আলী গাজীর স্ত্রী শিউলী বেগম (৪৫), একই থানার রতনপুর গ্রামের রেজাউল সরদারের স্ত্রী হাসিনা (৩০), একই থানার গৌরঙ্গ গ্রামের মৃত হোসেন গাজীর ছেলে আমিন (৩৮) ও যশোর জেলার ঝিকরগাছা থানার রাজদিয়া গ্রামের ফজর হাওলাদারে ছেলে আব্দুর রব ওরফে রাহুল (৩৫)।

শিউলী বেগম স্বামী আজগর আলী গাজী ও মেয়ে লাবনীকে নিয়ে নগরীর গোবরচাকা হাজী বাড়ি রোডে ভাড়া বাসায় থাকত। রায় ঘোষণাকালে শিউলী বেগম ও আমিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং হাসিনা ও রাহুল পলাতক রয়েছেন। মামলার অপর দুই আসামি শিউলী বেগমের স্বামী আজগর আলী গাজী (৪৯) ও হাসিনার স্বামী রেজাউল সরদার (৪০) কে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আদালতের বে সহকারী (পেশকার) মোঃ রুবেল খান নথীর বরাত দিয়ে জানান, খুলনা জেলার পাইকগাছা থানার মৌখালী গ্রামের মোঃ শহর আলী গাজী তার স্ত্রী ও মেয়ে রিমাকে নিয়ে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আসামি শিউলির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অভাবের সংসার হওয়ায় স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করতেন রিমা।

আর এ সুযোগ কাজে লাগিয়ে শিউলির মেয়ে লাবনী ২০১১ সালের ২১ নভেম্বর রিমাকে ঢাকায় গার্মেন্টেসে কাজ দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। এর কিছুদিন পর শিউলী ও লাবনী বাড়ি ফিরে আসে। ভিকটিমের বাবাকে তারা জানায়, তার মেয়ে ঢাকায় একটি গার্মেন্টেসে চাকুরি করছে। অনেক টাকা বেতন পায়। অল্প সময়ের মধ্যে বাড়ি ফিরে আসবে। এ কথা বলে ভিকটিমের বাবার হাতে ১ হাজার টাকা ধরিয়ে দেয়। মেয়ে ফিরে না আসায় বাবা আসামিদের জিজ্ঞাসা করে। কিন্তু তাদের কথায় সন্দেহ হয় বাবার।

পরবর্তীতে কয়েকজনকে নিয়ে আসামিদের বাড়িতে গেলে তারা স্বীকার করে যে তাকে চাকুরি দেয়ার কথা বলে ঢাকায় না নিয়ে ভারতে বিক্রি করা হয়েছে। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন (নং-১০)। ঘটনার দিন শিউলী বেগম ভিকটিমকে ভারতে পাচারের উদ্দেশ্যে আসামি আমিনের সহায়তায় বোম্বে নিয়ে যায়। সেখানে নিয়ে ওই দু’আসামি হাসিনার হেফাজতে রাখেন। পরবর্তীতে একটি বাসা ভাড়া করে শিউলী ও ভিকটিম একই স্থানে অবস্থান করে।

পরে ওই তিনজন আসামি যোগসাজেশে তাকে আঃ রব ওরফে রাহুলের কাছে বিক্রি করে দেন। পরে হাসিনা ভারত থেকে দেশে ফিরে আসে। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক দেহ ব্যবসায়ে নিয়োজিত করে। পরে পুলিশের সহায়তায় ভিকটিমকে ভারতের বোম্বে থেকে উদ্ধার করা হয়। ২০১২ সালের ৫ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুন্সি শফিকুল ইসলাম ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এড. ফরিদ আহমেদ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com