শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরে হতাশ করেছেন বলিউড সুপারস্টার আমির খান। ১১ আগস্ট মুক্তি পাওয়া তার বহুলপ্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দেখে হতাশ দর্শক।
বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, ট্রেইলার মুক্তির পর থেকেই বিভিন্ন পক্ষ থেকে বিস্তর অভিযোগ উঠেছে সিনেমাটির বিরুদ্ধে। সিনেমা অঙ্গনের বন্ধুবান্ধব ও বেশ সংখ্যক দর্শকের সাপোর্ট পাওয়া সত্ত্বেও সিনেমাটির কনটেন্ট নিয়ে অনেকের অভিযোগ রয়েছে। টুইটারেও সিনেমাটি বয়কটের ডাক উঠেছে। এবার আরেক দুঃসংবাদ আমির খান ও কারিনা কাপুর খানের ভক্তদের। সিনেমায় ভারতীয় সেনাবাহিনীকে অসম্মান করা হয়েছে, এমন অভিযোগ এনে থানায় অভিযোগপত্র দায়ের করেছেন দিল্লিভিত্তিক এক আইনজীবী। ওই আইনজীবী লিখিত অভিযোগ দায়ের করেছেন আমির খানের বিরুদ্ধে, যিনি নির্মাতা অদ্বৈত চন্দনের মতো সহপ্রযোজকও। বার্তা সংস্থা এএনআইয়ের খবরে আরও বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীকে ‘অসম্মান’ করেছে এই সিনেমা, এমনটাই অভিযোগ জানান ওই আইনজীবী। দিল্লি পুলিশের কাছে দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি দেয়া (১৫৩), বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা (১৫৩ক), কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত করা (২৯৮) এবং ৫০৫-এর মতো ধারায় সিনেমাটির টিমের বিরুদ্ধে এফআইআরের আবেদন করেছেন তিনি।